ডার্বির আগেই বড় ধাক্কা পেল মোহনবাগান! গুরুতর চোটের সম্মুখীন দলের এই তারকা ফুটবলার

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। দীর্ঘ জল্পনার অবসান শেষে ইতিমধ্যেই এই ম্যাচের ভেন্যু সম্পর্কে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুয়াহাটি স্টেডিয়ামে সম্পন্ন হবে এই ম্যাচ। যদিও, এই হাড্ডাহাড্ডি ম্যাচের আগেই বড়সড় ধাক্কার সম্মুখীন হল সবুজ-মেরুন। মূলত, দলের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা এবার চোটের সম্মুখীন হয়েছেন।

বড় ধাক্কার সম্মুখীন মোহনবাগান (Mohun Bagan Super Giant):

জানা গিয়েছে, অনুশীলন করার সময়ে গুরুতর চোট পান অনিরুদ্ধ। আর এই খবর সামনে আসার পরেই মাথায় হাত মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থকদের। বুধবার সকালেই মোহনবাগান সুপার জায়ান্ট অনুশীলন করতে মাঠে নেমেছিল। সেখানেই সিচ্যুয়েশন প্র্যাকটিসের সময় সৌরভ ভানওয়ালার সঙ্গে টাকেল করতে গিয়ে আচমকাই হ্যামস্ট্রিংয়ে চোট পান অনিরুদ্ধ থাপা।

This player of Mohun Bagan Super Giant is facing injury.

তারপরেই তিনি দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে যান। এমতাবস্থায়, অনিরুদ্ধের এই চোট সামাল দেওয়ার না গেলে আসন্ন ডার্বি ম্যাচে হয়তো তাঁকে ছাড়াই মাঠে নামবে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। জানিয়ে রাখি যে, চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান বর্তমানে ভালো জায়গায় রয়েছে।

আরও পড়ুন: মাইনাস ১০ ডিগ্রিতেও হবে সফর! ট্রেনে চেপেই পৌঁছে যাবেন “সুইজারল্যান্ড”, অসাধ্যসাধন করল ভারতীয় রেল

শুধু তাই নয়, লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে তারা (Mohun Bagan Super Giant)। ইতিমধ্যেই। ১৪ টি ম্যাচে সংগৃহীত হয়েছে ৩২ পয়েন্ট। অপরদিকে, ইস্টবেঙ্গল খুব একটা ভালো জায়গায় নেই। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট হাসিল করেছে।

আরও পড়ুন: নতুন বছরেই ফুল ফর্মে! রিলায়েন্সের ৩৬ লক্ষ বিনিয়োগকারীকে “বাঁচালেন” আম্বানি, মিলল “গুড নিউজ”

তবে, ইস্টবেঙ্গলের অনুশীলনে বুধবার। যোগ দিয়েছেন সাউল ক্রেসপো। চলতি মরশুমে ওড়িশার বিরুদ্ধে খেলতে গিয়ে চোটের সম্মুখীন হয়েছিলেন তিনি। এরপর ক্রেসপো স্পেনে ফিরে গেলেও সুস্থ হয়ে ফের দলের সঙ্গে যুক্ত হলেন। এর পাশাপাশি, মাদিহ তালালের পরিবর্তে গত মঙ্গলবার ইস্টবেঙ্গল দলের সাথে যুক্ত হয়েছে ভেনেজুয়েলার তারকা ফরোয়ার্ড রিচার্ড সেলিস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর