ভাড়ারে টান! হঠাৎ এই প্রকল্পে ভাতার টাকা অর্ধেক করে দিল রাজ্য সরকার, জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ আট থেকে আশি রাজ্যের সকলের জন্যই কোনো না কোনো প্রকল্প (Government Scheme) নিয়ে এসেছে রাজ্য সরকার (West Bengal Government)। যার মাধ্যমে রাজ্যে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী (Swasthya Sathi)। প্রথমে এই প্রকল্পে চিকিৎসার পর রোগীদের বাড়ি ফেরত যেতে ৬০০ টাকা করে পরিবহন ভাতা দেওয়া হত। তারপর তা কমে হয় ৪০০। আর এবার এক ধাক্কায় তা অর্ধেক করল রাজ্য সরকার।

সরকারি কোষাগারে টান!

স্বাস্থ্যভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৬০০ বা ৪০০ নয়, এবার থেকে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে রোগীদের। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ৬০০ টাকা করে পরিবহন ভাতা পেতেন রোগীরা। উল্লেখ্য, সেই সময় স্বাস্থ্যসাথী প্রকল্প একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চলত। আর রাজ্য সরকার তাদের প্রিমিয়াম দিত।

তবে গত বছর জুলাই মাসে বেসরকারি সংস্থাটি স্বাস্থ্যসাথী প্রকল্প চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। তারপর থেকে দায়িত্ব নেয় রাজ্য সরকার। এরপরই প্রকল্পের পরিবহন ভাতা বাবদ এতদিন দেওয়া ৬০০ টাকা থেকে ২০০ টাকা প্রশাসনিক খরচ হিসেবে কেটে নিয়ে ৪০০ টাকা করে দেয় রাজ্য সরকার। এবার তা কমে হল ২০০।

Swasthya Sathi scheme

আরও পড়ুন: অমুক ভান্ডারে টাকা বিলি করতে পারে, জেলা বিচারকদের বেতন দিতে কষ্ট, রাজ্যকে সুপ্রিম ভর্ৎসনা

কেন এই সিদ্ধান্ত?

অভিযোগ স্বাস্থ্যসাথী প্রকল্পে এই ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে। সম্প্রতি এই নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। কলকাতা মেডিক্যাল কলেজে স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবহন ভাতা নয়ছয়ের অভিযোগ ওঠে হাসপাতালেরই কিছু কর্মীদের বিরুদ্ধে। তারপরই নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন। অনেকে আবার বলছে সরকারি ভাড়ারে টান পড়েছে। তাই সেইদিক সামাল দিতেই এই সিদ্ধান্ত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর