বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেই বহু প্রতীক্ষিত সুখবর দিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। মুম্বইয়ের খ্যাতনামা লেখক সুমিত অরোরার সঙ্গে চলতি বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। এর আগেও অবশ্য বিয়ের পরিকল্পনা করেছেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। সবকিছু পাকা হয়ে যাওয়ার পরেও ভেস্তে গিয়েছে সেই বিয়ে। বিচ্ছেদের পর কিছুদিন সিঙ্গেল লাইফ কাটিয়ে ফের নয়া সম্পর্কে জড়িয়েছেন ঋতাভরী। তবে এবারে আর দেরি করতে চান না তিনি।
চলতি বছরেই বিয়ের পিঁড়িতে ঋতাভরী (Ritabhari Chakraborty)
জানা যাচ্ছে, চলতি বছর অর্থাৎ ২০২৫ এর ডিসেম্বর মাসেই সাত পাক ঘুরতে চলেছেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। পাত্র বলিউডের অত্যন্ত চেনা মুখ। গত বছর দীপাবলিতেই সবাইকে চমকে দিয়ে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ঋতাভরী। প্রকাশ্যে এনেছিলেন তাঁকে। তারপর ক্রিসমাসে নাকি টলিপাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গেও তাঁর আলাপ করিয়েছেন। এবার শুভ পরিণয়ের পালা।
কোথায় বিয়ে সারবেন অভিনেত্রী: শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসে ডেস্টিনেশন ওয়েডিং পারবেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। ঘনিষ্ঠজনদের নিয়ে থাইল্যান্ডে উড়ে যাবেন তিনি বিয়ের জন্য। তারপর টলিপাড়ার বন্ধুদের নিয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির পরিকল্পনাও রয়েছে তাঁর। সুমিত পঞ্জাবি। তাই বাঙালি এবং পঞ্জাবি দুই রীতিতেই বিয়ে হবে বলে খবর।
আরো পড়ুন : ‘ইচ্ছে পুতুল’এ গা জ্বালানো ভিলেন, খলনায়িকা হয়েই খ্যাতি, কোথায় হারিয়ে গেলেন ‘ময়ূরী’ শ্বেতা?
পাত্রের পরিচয় জানেন: উল্লেখ্য, ঋতাভরীর (Ritabhari Chakraborty) হবু প্রেমিক সুমিত অরোরা বলিউডের বেশ পরিচিত মুখ। বিশেষ করে কিং খানেরনের বেশ ঘনিষ্ঠ তিনি। জওয়ান, স্ত্রী, চন্দু চ্যাম্পিয়ন এর মতো ছবিগুলির সংলাপ লিখেছেন সুমিত। তবে ঋতাভরীর (Ritabhari Chakraborty) সঙ্গে তাঁর প্রেমের সূত্রপাত কীভাবে হয় তা জানা যায়নি।
আরো পড়ুন : বছর শুরুতেই বিয়ের সানাই, চুপিসারে গাঁটছড়া বাঁধলেন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী! ভাইরাল কনের লুক
প্রসঙ্গত, এর আগে চিকিৎসক তথাগতর সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। দুজনের বিয়ের পরিকল্পনা সারা হয়ে গিয়েছিল। এমনকি হয়ে গিয়েছিল এনগেজমেন্টও। কিন্তু তারপরেই ভেঙে যায় প্রেম। তারপর সুমিতের সঙ্গে সম্পর্কে জড়ান ঋতাভরী।