বাংলাহান্ট ডেস্ক : গতবছর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে (Bangladesh) প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল জয়ী মহম্মদ ইউনূসকে (Mohammad Yunus) বসানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর খুব একটা পাল্টায়নি বাংলাদেশের পরিস্থিতি।
বাংলাদেশে (Bangladesh) ইউনূসের (Mohammad Yunus) বর্তমান অবস্থা
যত দিন যাচ্ছে ততই সে দেশে বাড়ছে ভারত বিদ্বেষী মনোভাব। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই আবহে অন্তর্বর্তীকালীন সরকার রেস্তোরাঁর খাবারের উপর বসিয়েছে ১৫ শতাংশ ভ্যাট। আগে এই ভ্যাটের পরিমাণ ছিল ৫ শতাংশ। এমনকি ১৫% ভ্যাট বসতে চলেছে বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও।
ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্যও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে বাংলাদেশীদের। এমনিতেই গত কয়েক মাসে হু হু করে বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দাম। চাল-ডাল থেকে শুরু করে রান্নার গ্যাস, সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। এই আবহে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের (Bangladesh) সাধারণ নাগরিকরা।
আরোও পড়ুন : বাচ্চাকে ব্যবহার করে একদম ডিভোর্সে সুবিধা নয়! মহিলাকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট
বাংলাদেশের জনগণের একাংশ ফের একবার পথে নেমেছেন সরকার উৎখাতের জন্য। এমনকি বেধে দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টার সময়সীমা। যদি ৪৮ ঘন্টার মধ্যে বর্ধিত কর প্রত্যাহার করা না হয় তাহলে দেশের ছাত্র-যুবদের নিয়ে বড় আন্দোলনের ঘোষণাও করেছে সে দেশের জনতা। এই প্রসঙ্গে এক আন্দোলনকারী হাসিনার (Sheikh Hasina) প্রসঙ্গ তুলে ধরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন, “শেখ হাসিনাও কর আরোপ করেছিলেন। তার একটা সীমা ছিল। তবে বর্তমান সরকার ছাত্র-জনতার গণঅভ্যুথানের সরকার। সেই সরকার যখন জনগণের উপর কর আরোপ করেন, চাপিয়ে দিতে চান তখন কোনওভাবে আমরা তা মেনে নেব না। ৪৮ ঘণ্টা সময় দিলাম। তার মধ্যে যদি এই সিদ্ধান্ত বদল না হয় তাহল সারা বাংলাদেশ অচল করে দেব।”