বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলে রয়েছে বহু গুরুত্বপূর্ণ মামলা। সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়েছে। এই আবহে ঘটতে চলেছে এক নজিরবিহীন ঘটনা! একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) সহ সুপ্রিম কোর্টের ২৫ জন বিচারপতি। জানা যাচ্ছে, সিজেআই খান্না নিজে এই ছুটির প্রস্তাব দিয়েছিলেন। প্রাথমিকভাবে শীর্ষ আদালতের সিনিয়র বিচারপতিদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। এরপর বাকিদের এই প্রস্তাব দেওয়া হয়। তাঁরাও তাতে রাজি হয়ে যান। সেই জন্য এবার একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন তাঁরা।
সুপ্রিম কোর্টের (Supreme Court) ইতিহাসে নজিরবিহীন ঘটনা!
সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে, আদালতের কাজকর্ম বিষয়ক কিছু আলোচনার জন্য দু’দিনের এই ছুটির পরিকল্পনা করা হয়েছে। শীর্ষ আদালতের ২৫ জন বিচারপতি সপরিবার বিশাখাপত্তনম যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি সেখানে শীর্ষ আদালতের কাজকর্ম সম্বন্ধিত কিছু আলোচনা করার কথা রয়েছে তাঁদের। সেই সঙ্গেই জানা যাচ্ছে, আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে।
জানা যাচ্ছে, কয়েকজন বিচারপতি আগামী ১৩ জানুয়ারিও বিশাখাপত্তনম থাকবেন। বাকি সকলে ফের দিল্লি ফিরে আসবেন। কাজ সংক্রান্ত আলোচনা করার জন্য এই প্ল্যান করা হলেও, সবটাই ছুটির মেজাজে হবে বলে খবর।
আরও পড়ুনঃ DVC-র জল ছাড়া বিতর্কে মামলা! অধীরকে কলকাতা হাইকোর্ট বলল, ‘আপনি এর আগেও…’
জানা যাচ্ছে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Chief Justice Sanjiv Khanna) চাইছিলেন, দিল্লির বাইরে ছুটির মেজাজে শীর্ষ আদালতের কাজকর্ম বিষয়ক এই গুরুত্বপূর্ণ আলোচনা হোক। বিচারপতিরা যাতে চাপমুক্ত থাকতে পারেন সেই কারণেই এই পরিকল্পনা করা হয়েছে বলে খবর। সুপ্রিম কোর্টের বিচারপতিরা লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নিয়ে সম্পূর্ণ নিজেদের খরচে এই ছুটি কাটাতে যাচ্ছেন। তাঁরা সরকারি খরচে ঘুরতে যাচ্ছেন না।
সুপ্রিম কোর্টের (Supreme Court) ২৫ জন বিচারপতির একসঙ্গে ছুটিতে যাওয়া নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ এটি যেমন একদিকে নজিরবিহীন ঘটনা, তেমনই শীর্ষ আদালতে এখনও ঝুলে রয়েছে বহু গুরুত্বপূর্ণ মামলা। সম্প্রতি বকেয়া ডিএ মামলা সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়েছে। এমতাবস্থায় শীর্ষ আদালতের ২৫ জন বিচারপতির একসঙ্গে ছুটিতে যাওয়ার বিষয়টি অনেকেরই অশোভন মনে হয়েছে।