বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railways) গুরুত্ব অতুলনীয়। ব্রিটিশ আমলে কয়েকশ বছর আগে ভারতের মাটিতে প্রথম রেল লাইন পাতা হয়। তারপর ধীরে ধীরে ভারতের প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছে ভারতীয় রেলের পরিষেবা। লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ভারতীয় রেল।
ভারতীয় রেলের (Indian Railways) সবচেয়ে বেশি আয় করা স্টেশন
বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক তৈরি করে যাত্রীদের চাহিদা পূরণে সর্বদা সজাগ রেল কর্তৃপক্ষ। লোকাল, এক্সপ্রেস, পণ্যবাহী মিলিয়ে প্রতিদিন প্রায় ১৩ হাজার ট্রেন (Train) চলাচল করে গোটা ভারত (India) জুড়ে। জানলে অবাক হবেন, সরকারি সংস্থা হিসেবে ভারতীয় রেল সর্বাধিক সম্পত্তির অধিকারী।
যাত্রীদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভারতীয় রেল গোটা দেশ জুড়ে পরিচালনা করে থাকে ৭৩০৮ টিরও বেশি রেল স্টেশন। শুধুমাত্র ট্রেন ধরার জন্য নয়, রেলের আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করে স্টেশনগুলি। বিজ্ঞাপন, দোকান, প্ল্যাটফর্ম টিকিট, ক্লকরুম এবং ওয়েটিং হল ও অন্যান্য একাধিক মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয় রেলের।
আরোও পড়ুন : দাউদাউ করে জ্বলছে হলিউড, ক্ষতি ৫৭০০ কোটি ডলার, কিভাবে লাগল আগুন? জানলে শিউরে উঠবেন
তবে বলতে পারবেন ভারতীয় রেলের কোন স্টেশন (Railway Station) বছরে সর্বাধিক পরিমাণ আয় (Income) করে? রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির গুরুত্ব অপরিসীম। অনেকেই হয়ত জানেন না নয়াদিল্লি স্টেশন রাজস্ব আদায়ের ক্ষেত্রে দেশে শীর্ষস্থান দখল করে।
২০২৩-২৪ আর্থিক বছরে সর্বোচ্চ আয়ের ক্ষেত্রে রেকর্ড তৈরি করে ফেলেছে নয়াদিল্লি স্টেশন। এই স্টেশন থেকে ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতীয় রেল আয় করেছে ৩৩৩৭০০০০০০০ টাকা। সূত্রের খবর, উল্লেখিত আর্থিক বছরে ৩৯,৩৬২,২৭২ জন যাত্রী যাতায়াত করেছেন নয়াদিল্লি স্টেশনে। শুধু আয় উৎপাদনের দিক থেকে নয়, দেশের ব্যস্ততম স্টেশনগুলিরও অন্যতম নয়াদিল্লি।