একধাক্কায় বাড়বে ঠান্ডা! ভিজতে হবে বৃষ্টিতেও? রইল আগামীকালের আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে বহু প্রতিক্ষিত শীতের দেখা পেয়েছেন বঙ্গবাসী (South Bengal Weather)। বছরের শুরুতেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে শীতের আমেজ। মাঝে কিছুদিন তাপমাত্রা ওঠা নামা করলেও আবার জাঁকিয়ে পড়েছে শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বেশ কিছুদিন বজায় থাকবে এই শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিরাজ করতে চলেছে শুষ্ক আবহাওয়া। তবে রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও আগামীদিনে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার (South Bengal Weather) খবর

আগামীকাল ১০ জানুয়ারি মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কলকাতা,হাওড়া,হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, এবং নদীয়ায় বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। তাই আপাতত বেশ কয়েকদিন চুটিয়ে ঠান্ডা উপভোগ করতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। গোটা দক্ষিণবঙ্গে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা অপরিবর্তিত থাকার পর দুই থেকে তিন ডিগ্রি আবার তাপমাত্রা বাড়তে পারে। আগামী দু’দিন সকালের দিকে কুয়াশায় মুড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া।

আরও পড়ুন: পারদ পতন হতেই ফের বৃষ্টি বাংলায়! কোন কোন জেলা ভিজবে? রইল আবহাওয়ার খবর

মঙ্গলবার ১০ জানুয়ারি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে সকালের দিকে ভালো কুয়াশা থাকবে। আপাতত উত্তরবঙ্গেও বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। আগামী দুদিন পাহাড়ের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তারপর যদিও সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী ১১’ই  জানুয়ারি কুয়াশার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। তবে ১৩ তারিখ নাগাদ উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এ কোথাও কোথাও তুষারপাত-ও হতে পারে।

South Bengal Weather
আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামীকাল কলকাতার (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তারপর ১১ তারিখ আবার তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গিয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। এরপর থেকে ১৫ তারিখ পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর