বাংলার ঘরে ঘরে পৌঁছবে হাইড্রোজেন! তাতেই হবে রান্না, বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার ঘরে ঘরে এবার পাইপ লাইনের মাধ্যমেই আসবে রান্নার গ্যাস। ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রকপ্লের কাজ। রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের উর্জা গঙ্গা প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে পাইপে করে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে গৃহস্থের বাড়িতেও। এরই মধ্যে এবার বাংলার মানুষদের জন্য স্বচ্ছ জ্বালানি হিসাবে পাইপের মাধ্যমে হাইড্রোজেন পাঠানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার (Government Of West Benagl)।

হাইড্রোজেন গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা এপ্রসঙ্গে জানিয়েছেন রাজ্য সরকার (Government Of West Benagl) ২০২৩ সালে গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত একটি নীতি প্রণয়ন করেছিল। সেই নীতি মেনেই এবার বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে স্বচ্ছ জ্বালানি হিসেবে হাইড্রোজেন পাঠানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। চলতি সপ্তাহের মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বারে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পমন্ত্রী।

পরিবেশবান্ধব শিল্প নিয়ে সেই অনুষ্ঠান থেকেই শশী পাঁজা জানান, পরিবেশবান্ধব শিল্প তৈরির জন্য পুনর্নবীকরণ উৎপাদন উন্নয়ন নীতি চালু করেছে রাজ্য সরকার (Government Of West Benagl)। এক্ষেত্রে লগ্নী করার জন্য কোন সংস্থা এগিয়ে আসলে তাদের একাধিক সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন শিল্পমন্ত্রী জানান বিষ্ণুপুরের বয়নশিল্পের  সঙ্গে যুক্ত কারিগররা এই ধরনের একটি প্রকল্পের কাজে হাত দিয়েছেন। বয়ন ক্ষেত্রে যে বর্জ্য উৎপন্ন হয় তা পুনরায় ব্যবহার করে বিভিন্ন শৌখিন জিনিস বানাচ্ছেন শিল্পীরা।

আরও পড়ুন: রাজস্থানকেও ছাড়িয়ে গেল বাংলা! ভয় ধরানো রিপোর্ট প্রকাশ করল কেন্দ্র

সরকারি প্রকল্পে বর্তমানে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনার কাজ শুরু হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসের একটি রিপোর্ট অনুযায়ী সারা রাজ্যে মোট ২ হাজার ৪৩৩ কোটি টাকার পাইপলাইন প্রকল্প তৈরি করা হচ্ছে। রাজ্যের মধ্যে দুর্গাপুরেরই প্রথম পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পাঠানো হয়েছে গৃহস্থ বাড়িতে। SAIL কো-অপারেটিভ সোসাইটি কমপ্লেক্সে এসেছে গ্যাসের লাইন। এছাড়াও জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত-ও গ্যাসের লাইন পাতা হয়েছে।

Mamata Banerjee

একটি রিপোর্টের দাবি করা হয়েছে সোনারপুরেও বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। বেঙ্গল গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ মূল পাইপ লাইন বসানোর কাজ করছে। এই নতুন ব্যবস্থায় প্রতিটি বাড়িতে গ্যাসের মিটার বসানো হবে। এরপর গ্যাসের বিলের ব্যবস্থাও থাকবে। জানা যাচ্ছে এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের প্রথমে ৭১১৮ টাকা জমা দিতে হবে। যদিও তার মধ্যে ৭ হাজার টাকা ফেরত পাওয়া যাবে। এরপর যে যত পরিমাণ গ্যাস ব্যবহার করবেন, তাকে সেই অনুযায়ী টাকা দিতে হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর