Black Diamond Caterer, best in Kolkata, only destination for your favourite food

বাংলা হান্ট ডেস্ক: ভালো খাওয়াদাওয়ার প্রতি ভোজনরসিক বাঙালির সবসময় এক অমোঘ টান রয়েছে। আর সেই কারণেই যেকোনও উৎসবের মরশুম হোক কিংবা কোনও অনুষ্ঠানের আবহ, প্রতিটি ক্ষেত্রেই লোভনীয় সব খাবারের স্বাদ আস্বাদন করতে সকলেই চান। এদিকে, যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন নিত্যনতুন খাবারও তুমুল জনপ্রিয়তা অর্জন করছে। যেগুলির স্বাদ আপনারা পেতে পারেন পারিবারিক অনুষ্ঠানের পাশাপাশি যেকোনও স্পেশাল ইভেন্টেও। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।

রসনাতৃপ্তির নয়া ঠিকানা ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার (Black Diamond Caterer):

আসলে, বর্তমান সময়ে প্রায়শই দেখা যায় যে অনেকেই সঠিক গুণমানের এবং সুস্বাদু খাবারের আশায় বিপুল অর্থ খরচ করলেও পছন্দমতো খাবার পাননা। সেক্ষেত্রে তাঁরা ভুল ক্যাটারার নির্বাচন করে বসেন। কিন্তু, আজ আমরা আপনাদের কাছে এমন একটি ক্যাটারারের প্রসঙ্গ উপস্থাপিত করব যাদের আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আর সেই ক্যাটারিং সার্ভিসের নাম হল ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার (Black Diamond Caterer)।

Best Bengali Caterer Of Kolkata Black Diamond Caterer.

যেখানে অন্নপ্রাশন থেকে শুরু করে বিয়ে, পাশাপাশি রিসেপশন সহ যেকোনও শুভ কাজ ও অনুষ্ঠানকে আরও “স্পেশাল” করে তোলার ক্ষেত্রে ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার (Black Diamond Caterer) আপনার নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতার বুকে থাকা এই ক্যাটারিং সার্ভিস খাবারের গুণমানের দিকে সঠিকভাবে মনোনিবেশ করার পাশাপাশি খাবারের পরিবেশন সহ দক্ষ কর্মীদের তত্ত্বাবধানে আপনার সমগ্র অনুষ্ঠান নিখুঁতভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: “লাল হলুদ ঢলছে….”, টুটু বসুর বিদ্রুপের কড়া প্রতিক্রিয়া দেবব্রতর! ডার্বির আগেই উত্তপ্ত আবহাওয়া

এমতাবস্থায়, অযথা আর চিন্তা না করে যেকোনও অনুষ্ঠানের আগে অবশ্যই যোগাযোগ করুন ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারারের (Black Diamond Caterer) সাথে। আমন্ত্রিত অতিথিদের রসনাতৃপ্তির পাশাপাশি তাঁদের বিশ্বমানের পরিষেবা দেওয়াটাই মূল লক্ষ্য এই ক্যাটারিং সার্ভিসের। আর এই কারণেই ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার (Black Diamond Caterer) বাকিদের থেকে হয়ে উঠেছে স্বতন্ত্র।

আরও পড়ুন: ব্যাঙ্কগুলিকে প্রতিদিন গ্রাহকদের দিতে হবে ১০০ টাকা! নির্দেশ জারি RBI-র, কারণ জানলে হবেন খুশি

ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার
অফিসিয়াল ওয়েবসাইট: www.blackdiamondcaterer.com
ঠিকানা: 91C, SRCM Road, Kalipark, Bablatala, Rahajhat, Kolkata – 700136.
যোগাযোগ নম্বর: +919874271325
ঠিকানা: https://maps.app.goo.gl/ypUWgBWKtQ7Z7ZvZ7
Licence No: 12823013000802

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর