বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের (West Bengal) অভিযোগের অন্ত নেই। বহুদিন ধরেই একের পর এক সরকারি প্রকল্পের বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও অভিযোগ বাংলা থেকে জিএসটি বাবদ মোটা অংকের টাকা তুলে নিচ্ছে কেন্দ্র। কিন্তু তারপরেও রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না বলেই একাধিকবার অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে গতবারের তুলনায় অনেক বেশি পরিমাণ টাকা বাংলার জন্য বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
বাজেটের আগেই মোটা টাকা দিল কেন্দ্র, কত পেল বাংলা (West Bengal)?
বাজেট পেশ হওয়া পর্যন্ত-ও অপেক্ষা করতে হলো না রাজ্যগুলিকে। আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ হতে চলেছে। তার আগেই রাজ্যগুলিকে করের টাকা মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। যাতে বাজেটের সময় কেউ বিরোধিতা করতে না পারে। জানা যাচ্ছে, এবছর অনেক টাকা পাবে পশ্চিমবঙ্গ (West Bengal)। রিপোর্ট বলছে কেন্দ্র রাজ্যের জন্য মোট ১৩ হাজার ১৭ কোটি টাকা পাঠিয়েছে। এই টাকা রাজ্যগুলিকে উন্নয়নের কাজে কাজ করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আগেও এ নিয়ে মুখ খুলেছেন। জিএসটির টাকা না পাওয়ায় রাজ্যের (West Bengal) সামগ্রিক উন্নয়নের কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। বাংলা ছাড়াও দেশের সমস্ত রাজ্য থেকে কর বাবদ মোটা টাকা সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার। নিয়মমাফিক সেই টাকার এটা অংশ আবার ফিরিয়ে দেওয়ার কথা।
যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নানা সময়ে রাজ্যগুলিকে সেই করের টাকা বন্টন করা হয়। এবারও তাই করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের হিসেবে এ বছর রাজ্যগুলিকে ১ লক্ষ ৭০ হাজার ৩০ কোটি টাকা বন্টন করা হয়েছে। তার আগে ডিসেম্বর মাসে কর বাবদ রাজ্যগুলিকে মোট ৮৯, ০৮৬ কোটি বন্টন করেছিল কেন্দ্রীয় সরকার। আর এবার জিএসটি বাবদ বাংলার প্রাপ্য বিপুল টাকা দিল কেন্দ্রীয় সরকার। এবছর পশ্চিমবঙ্গের জন্য দেওয়া হয়েছে ১৩ হাজার ১৭ কোটি টাকা।
আরও পড়ুন: “কোনটা দল বিরোধী….”, সেবাশ্রয়ে যুক্ত থাকাটাই হল কাল? বহিষ্কৃত হওয়ার পরেই গর্জে উঠলেন শান্তনু সেন
এক দশকের বেশি সময় ধরে বাংলার মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে রয়েছেন মমতা। সেই থেকেই রাজ্যের সার্বিক উন্নয়নে নিত্য নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। সারা বছরই রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের জন্য বিপুল টাকার প্রয়োজন হয়। কিন্তু রাজ্য বনাম কেন্দ্রের বিরোধের মাঝে একাধিকবার বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ।
বাজেট পেশ হওয়ার আগেই কেন্দ্র বাংলাকে বরাদ্দ টাকা দেওয়ায় সেই অর্থ বাংলার উন্নয়নের ব্যবহার করা যাবে বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও কেন্দ্রের আবাস যোজনা, থেকে শুরু করে ১০০ দিনের কাজ–সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা পাওনা রয়েছে বাংলার। সম্প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ‘আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল। কিন্তু তারপরেও টাকা দেওয়া হয়নি। তিন বছর ধরে বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছেন।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘১০০ দিনের টাকাও, আমরা দিয়েছি।’