“বড়লোক আমরাও…”, আম্বানির অ্যান্টিলিয়ায় আচমকাই প্রবেশের চেষ্টা দুই ইনফ্লুয়েন্সারের, তারপরে যা হল….

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম বিলাসবহুল বাড়ি মুকেশ আম্বানির বাড়ি অর্থাৎ “অ্যান্টিলিয়া”। যেখানে প্রতিটি কোণায় রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। সকলে মনে করেন, এই নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে মানুষ তো দূর কাকপক্ষী উড়তেও দশবার ভাবে। তবে এবার সমাজমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। দুজন কনটেন্ট ক্রিয়েটর আম্বানির “অ্যান্টিলিয়া” প্রাসাদে প্রবেশের চেষ্টা করছেন। এরপর যা ঘটলো তা দেখে নেটাগরিকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। ওই দুই কনটেন্ট ক্রিয়েটর কড়া নিরাপত্তাকে পার করে প্রবেশ করতে পারলেন কি অ্যান্টালিয়া ভবনে?

অ্যান্টালিয়া ভবনে প্রবেশের চেষ্টা কনটেন্ট ক্রিয়েটরদের ভাইরাল (Viral) ভিডিও:

সম্প্রতি সমাজের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল (Viral) হয়। আর এই ভিডিওটিতে দেখা গিয়েছে দুজন কনটেন্ট ক্রিয়েটর দাঁড়িয়ে আছেন মুম্বাইয়ে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া ভবনের সামনে। ভিডিওতে মূলত দেখা যাচ্ছে, তাঁরা জোর করে চেষ্টা করছেন সেখানে প্রবেশ করার। তাঁদের দাবি, তাঁরা নাকি বড়লোক, সেজন্য তাঁদের ওই ভবনে প্রবেশ করতে দেওয়া হোক। সেই সাথে নিজেদেরকে আম্বানির বন্ধু বলেও দাবি করেন।

আরও পড়ুনঃ  তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি, এটাই পৃথিবীর শীতলতম শহর! ঠান্ডা থেকে বাঁচতে পরতে হয় ১০ কেজির পোশাক

আম্বানির বন্ধু বলে পরিচয় কনটেন্ট ক্রিয়েটরদেরঃ ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা গিয়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বেন সুমাদিউইরিয়া এবং আরিস ইয়েগার অ্যান্টিলিয়া ভবনের সামনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছেন। দ্বার রক্ষককে তাঁরা বলছেন “আমরা আম্বানির বন্ধু, আমরা বড়লোক”। এরপরই তাঁরা জানান, রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির বিয়ের সময় তাঁদের আলাপ হয়। তারপরই এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আম্বানি। এ কথা শুনে দাঁড়িয়ে থাকা সেই দ্বাররক্ষী জিজ্ঞেস করেন, “আপনারা যে নিমন্ত্রিত তার কোনও মেল কিংবা মেসেজ রয়েছে?”

 

View this post on Instagram

 

A post shared by Aris Yeager (@theeuropeankid)

কিন্তু ওই দুই কনটেন্ট ক্রিয়েটর এর মধ্যে কোনটিই দেখাতে পারেননি। তবে কথার ছলে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছিলেন দুজনে। তবে তাঁদের কোনো কথাই টলাতে পারেনি ওই সিকিউরিটি গার্ডকে। সবশেষে, দু’জন বলেন, “আমরা কি ভেতরে গিয়ে অপেক্ষা করতে পারি?” এরপরই ওই দ্বাররক্ষক উত্তর দেন, “এটা কোন রেস্টুরেন্ট নয়, এটা একজনের বাড়ি।” আর এমন উত্তর শুনে কনটেন্ট ক্রিয়েটর বেন সুমাদিউইরিয়া এবং আরিস ইয়েগার হতাশ হয়ে ফিরে আসেন। সমাজ মাধ্যমে সেই ভিডিওই ভাইরাল (Viral) হয়েছে।

আরও পড়ুনঃ SSC ২৬০০০ চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি, বড় আপডেট

ইতিমধ্যেই ভাইরাল (Viral) হওয়া ভিডিওটির ভিউজ সংখ্যা ৬৮.১ মিলিয়ন। হাজার হাজার মানুষ এই ভিডিওটিতে মুকেশ আম্বানির সিকিউরিটি গার্ডের বিচক্ষণতা দেখে প্রশংসা করেছেন। সেইসাথে, তার কর্তব্য এবং বুদ্ধিরও তারিফ করেছেন নেটাগরিকরা। অর্থাৎ একপ্রকার ভিডিওটি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর