বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর পড়তেই ফের ডিএ বাড়ার অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। গত বছর দীপাবলির আগেই তাদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি পেয়েছে। আগে ৫০ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। বর্তমানে তা ৫৩ শতাংশে পৌঁছেছে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে শীঘ্রই তাদের ডিএ আরও এক দফায় বাড়তে চলেছে। যা নিয়ে যথেষ্টই খুশি সরকারি কর্মীরা। এরই মধ্যে ৪২ দিন ছুটির ঘোষণা কেন্দ্রের (Special Leave)। তবে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটি পাবেন না। এর জন্য মানতে হবে শর্তও।
কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ দফতরের তরফে জানানো হয়েছে, যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অঙ্গদান করবেন, তারা ‘স্পেশাল ক্যাজুয়াল লিভ’ (স্পেশাল সিএল) হিসেবে বাড়তি ৪২ দিনের ছুটি পাবেন। জনস্বার্থেই এই পদক্ষেপ। যাতে অঙ্গদান নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায় সেই লক্ষ্যেই বিরাট তাৎপর্যপূর্ণ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ‘ন্যাশনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গাইনাইজেশন’-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। তবে এ নিয়ম নতুন নয়, ২০২৩ সালে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকার তরফে। সে বছরের বিজ্ঞপ্তিতেই ৪২টি ‘স্পেশাল ক্যাজুয়াল লিভ’ এর উল্লেখ ছিল।
কিভাবে মিলবে এই ছুটি? অঙ্গদানের জন্য যে কোনও অস্ত্রোপচারের ক্ষেত্রেই এই ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। অস্ত্রোপচারের জন্য হাসপাতালে দিন থেকেই একটানা সেই ছুটি নেওয়া যাবে। তবে বিশেষ কেসে অস্ত্রোপচারের এক সপ্তাহ আগে থেকেও ছুটি নেওয়া যেতে পারে। তবে সবটাই হবে চিকিৎসকের পরামর্শে। বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ভেঙে-ভেঙেওছুটি নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: শহরে শীতলতম দিন! তবে রবি থেকেই বাড়বে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের
পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ‘সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম’-র (সিজিএইচএস) আওতাধীন বেসরকারি হাসপাতাল থেকেই এই অঙ্গদান সংক্রান্ত চিকিৎসা করতে হবে সংশ্লিষ্ট কর্মচারীকে। বিশেষ ক্ষেত্রে এই নিয়মের বাইরে গিয়ে অন্য কোনও বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসার অনুমতি মিলবে।