বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে চোখ ধাঁধানো উপহার পেতে চলেছে বঙ্গবাসী। বুলেট ট্রেন (Bullet Train) পাওয়ার সৌভাগ্য হতে পারে পশ্চিমবঙ্গেরও! অন্তত গুঞ্জন বলছে এমনটাই। ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেটেই নাকি বুলেট ট্রেনের (Bullet Train) জন্য বেশ কয়েকটি হাইস্পিড রেল রুটের ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেখানেই নাকি উঠে আসবে বাংলার নাম।
বাংলায় বুলেট ট্রেনের (Bullet Train) ঘোষণার সম্ভাবনা প্রবল
আগামী ১ লা ফেব্রুয়ারি রয়েছে সাধারণ বাজেট। সূত্র বলছে, ওই বাজেটেই হাওড়া-বারাণসী হাইস্পিড রেল করিডরের ঘোষণা করা হতে পারে। পাশাপাশি আরো তিনটি রুটের নামও থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি সূত্রের খবর বলছে, অন্য তিনটি রুটের মধ্যে থাকছে দিল্লি-বারাণসী, দিল্লি-অমৃতসর এবং চেন্নাই-মাইসুরু।
আদৌ চালানো যাবে হাইস্পিড ট্রেন: এই রুটগুলিতে আদৌ হাইস্পিড ট্রেন (Bullet Train) চালানো সম্ভব কিনা তা নিয়ে ডিপিআর প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। তাতেই প্রাথমিক ভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, ওই রুটগুলিতে উচ্চ গতির ট্রেন চালানো যেতে পারে। এক্ষেত্রে মাটির প্রকৃতি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এরপরেই নাকি হাওড়া-বারাণসী এবং উল্লিখিত অন্য তিনটি রুটে হাইস্পিড রেল করিডরের ঘোষণা করার প্রস্তুতি শুরু হয়েছে, রেল মন্ত্রক সূত্রে খবর এমনটাই। সবকিছু ঠিক থাকলে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমতি মিললেই বাজেটে ঘোষণা হবে রেল করিডরের।
আরো পড়ুন : “আমার সামনে সম্ভাবনাময় মুখ…”, ভবিষ্যতের রাজনীতির জন্য কার নাম নিলেন মোদী?
প্রশ্ন উঠছে প্রথম বুলেট ট্রেন নিয়ে: তবে এক্ষেত্রে যে প্রশ্নটা মোটেই এড়ানো যাচ্ছে না, তা হল মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন (Bullet Train) ইস্যু এখনো বড়সড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে ঝুলে রয়েছে। এই রুটে হাইস্পিড ট্রেন চালুর দিনক্ষণ ক্রমেই পিছোচ্ছে। বিশেষ করে ২০২৬ এ দেশের কিছু জায়গায় বুলেট ট্রেন আদৌ চালানো যাবে কিনা তা নিয়ে নাকি রেল মন্ত্রকের আধিকারিকদের মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে।
আরো পড়ুন : আর্যর সঙ্গে প্রেমের গুঞ্জন, ‘প্রাক্তন’ শৌর্যর জন্মদিনে ‘রাই’ আরাত্রিকা লিখলেন, ‘ভালোবাসি’
এমতাবস্থায় বাংলা সহ অন্য রুটগুলিতে বুলেট ট্রেনের ঘোষণা আদৌ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিক ভাবেই। বিশেষত বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিতেই বুলেট ট্রেনের ঘোষণা হতে পারে কিনা তা নিয়েও ভাবনা চিন্তা করছে ওয়াকিবহাল মহল।