DA নয়, এবার বাড়তে চলেছে মূল বেতন, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছু সময় ধরেই অষ্টম বেতন কমিশন জোর জল্পনা চলছে। ২০২৪ সাল থেকেই সরকারি কর্মীদের (Government Employees) একাংশ নয়া বেতন কমিশনের (New Pay Commission) দাবিতে সরব হয়েছেন। বর্তমানে ২০২৫ সাল। নতুন বছরের কেন্দ্রীয় বাজেটে কি এই বিষয়ে কোনো বড় ঘোষণা করা পারে? আশায় দিন গুনছেন সরকারি কর্মীরা।

সরকারি কর্মীদের (Government Employees) কপাল খুলবে?

সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার সাথেই পরবর্তী বেতন কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন গঠন নিয়ে উত্তেজনা বাড়ছে সরকারি কর্মীদের মনে। প্রতি দশ বছর অন্তর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার দশ বছর হতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে আগেই।

জানিয়ে রাখি, পে কমিশনের সুপারিশগুলি ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে করা হয়। পূর্বে সপ্তম বেতন কমিশে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়েছিল। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরকে সামনে রেখে তা গঠন করা হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (জেসিএম) এর সেক্রেটারি (স্টাফ সাইড) শিব গোপাল মিশ্র বলেন, অষ্টম বেতন কমিশনের জন্য কমপক্ষে ২.৮৬ এর ফিটমেন্ট ফ্যাক্টর প্রত্যাশা রয়েছে।

গোপাল মিশ্রর দাবি, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা উচিত। যদি তাই হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন অনেকটাই বৃদ্ধি পেতে পারে। ১৭,৯৯০ টাকা থেকে বেড়ে ৫১,৪৫১ টাকা হতে পারে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন। সপ্তম পে কমিশন গঠনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৫৭ হওয়ায় সেই সময় ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়।

আরও পড়ুন: ফের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে চালু পাশ-ফেল নিয়ম? কেন্দ্রের বিজ্ঞপ্তি নিয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী?

সপ্তম পে কমিশন গঠনের সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতে ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হলেও তা রাখা হয়নি। মাসিক ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল সেই সময়। সেই হিসেব মতো অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

dearness allowance

অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে?

একাধিক রিপোর্ট বলছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি সুখবর পেতে পারেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সেখানেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে। আপাতত সেই শুভ সময়ের অপেক্ষায় সরকারি কর্মীরা (Government Employees)।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর