বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ‘পুরনো সৈনিক’দের মধ্যে একজন হিসেবে গণ্য করা হতো তাঁকে। তবে আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকে বদলাতে শুরু করে ‘সমীকরণ’। একটু একটু করে রাজ্যের শাসকদলের সঙ্গে চিকিৎসক নেতা শান্তনু সেনের (Santanu Sen) দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে শুক্রবার তাঁকে বহিষ্কার করে তৃণমূল। এই আবহে এবার তাঁর ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ।
ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতেই গর্জে উঠলেন চিকিৎসক শান্তনু সেন (Santanu Sen)!
তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা হিসেবে পরিচিত ছিলেন। সদ্য দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এবার কাঠগড়ায় শান্তনু সেনের ডিগ্রি! প্রশ্ন রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। আগেই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে তাঁর সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল। এবার চিকিৎসক শান্তনু সেনের বিশেষজ্ঞ ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা যাচ্ছে, এমবিবিএস সম্পন্ন করার পর এফআরসিপি পাওয়ার জন্য দু’টি পরীক্ষা দিতে হয়। তবে অভিযোগ, শান্তনু সেন (Santanu Sen) এফআরসিপি গ্লসগো্ ডিগ্রির পরীক্ষা দেননি। এই নিয়ে তাঁর কাছে জবাব চেয়েছে মেডিক্যাল কাউন্সিল।
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের পোয়া বারো? পেনশন নিয়ে বড় খবর! কেন্দ্রের কাছে জমা পড়ল চিঠি
অন্যদিকে ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতেই জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন সদ্য প্রাক্তন এই তৃণমূল (TMC) নেতা। শান্তনু সেনের দাবি, তাঁর ডিগ্রি নিয়ে কোনও প্রকার বিভ্রান্তি নেই। দরকার পড়লে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা এই বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে পারবে।
এরপরেই কার্যত ক্ষোভ উগড়ে বলেন, যারা নিজেদের নামের পাশে ‘ডক্টর’ ব্যবহার করেন, অথচ দিনের পর দিন কোনও রোগীর গায়ে হাত দেননি, যারা রাজনীতি করে বস্তা বস্তা টাকা কামিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছেন, তারা আমাদের মর্যাদা বুঝবে এমনটা আশা করি না। তাঁরা এফআরসিপির সম্পূর্ণ নামও বলতে পারবেন না বলে দাবি করেছেন এই প্রাক্তন সাংসদ।
একইসঙ্গে মেডিক্যাল কাউন্সিলের ‘মাথা’কেও নিশানা করেছেন চিকিৎসক শান্তনু সেন (Santanu Sen)। তিনি দাবি করেন, মেডিক্যাল কাউন্সিলের মিটিংয়ের জন্য দিনের পর দিন তাঁকে চিঠি পাঠানো হয়নি। এরপর অনুপস্থিতির কারণ দেখিয়ে কাউন্সিল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এবার ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠায় এই বিষয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি।