আরাবুলের ছেলে সহ TMC নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! বোমা ফাটালেন শওকত মোল্লা

বাংলা হান্ট ডেস্কঃ একসময় তাঁকে ‘তাজা নেতা’ তকমা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই আরাবুল ইসলামকেই (Arabul Islam) বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এবার তাঁর ছেলেকে নিশানা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। আরাবুল পুত্র এবং স্থানীয় এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে।

আরাবুলের ছেলের বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন শওকত (Saokat Molla)?

আরাবুল ইসলাম তৃণমূল থেকে সাসপেন্ড হতেই ‘অ্যাকশনে’ দেখা যাচ্ছে শওকতকে। সকাল থেকে সন্ধ্যা অবধি ভাঙরের বুকে নানান কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে তাঁকে। এই আবহেই এবার আরাবুল পুত্র এবং জেলা পরিষদ সদস্য খাদিজা বিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এই তৃণমূল বিধায়ক। দু’জনের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ এনেছেন তিনি।

শওকতের (Saokat Molla) দাবি, লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিলেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম এবং খাদিজা বিবি। এমনকি আইএসএফ সভাপতি বলে দু’জনের মধ্যে নতুন নম্বর থেকে প্রায় ৩০ মিনিট কথা হয় বলেও দাবি করেন ক্যানিং পূর্বের জোড়াফুল বিধায়ক তথা ভাঙরের তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে ফের বিপুল পদে শিক্ষক নিয়োগ! জারি বিজ্ঞপ্তি

এই বিষয়ে বাংলা হান্টের (Bangla Hunt) মুখোমুখি হয়ে শওকত বলেন, ‘আরাবুল জেলে থাকাকালীন ২০২৪ সালে লোকসভা ভোটের সময় ভেতর থেকে তাঁর ছেলে, জেলা পরিষদের সদস্যা খাদিজা ও তাঁর আরও দু-একজন অনুগামীকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করেছিল। এই বিষয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তখনই জানিয়েছিলাম। এরপর আমরা ভাঙরে ২৭,০০০ ভোটে জয়ী হই। শান্তিপূর্ণভাবে ভাঙর চলছিল। কিন্তু জেল থেকে ফিরে আসার পর ভেতর থেকে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ করে ভাঙরের ছবি ও দলকে নষ্ট করা হচ্ছিল’।

শওকত (Saokat Molla) দাবি করেন, তিনি যেহেতু ভাঙরের দায়িত্বে রয়েছেন, সেই কারণে তাঁর ছবিও যাতে নষ্ট হয়, সেই চেষ্টা করা হচ্ছিল। তৃণমূল বিধায়কের কথায়, ‘আমার বাবা, মা, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি- তাঁদের নামে কন্ট্রাক্টরি ইত্যাদি… আমার নামে বলা হয়েছিল। আমার বাবা ৩০ বছর আগে মারা গিয়েছেন। আমার শ্বশুর-শাশুড়ি কেউ ১০-১২ বছর, কেউ ৭ বছর আগে মারা গিয়েছেন। আমার স্ত্রী একজন গৃহবধূ। আমি রাজনীতি করি। আমাদের নামে কোনও ধরণের কোনও কন্ট্রাক্টরি লাইসেন্স বিল নেই। তা সত্ত্বেও আমার ছবি নষ্ট করে, ভাঙরের একটা অংশের মানুষকে বিভ্রান্ত করে আইএসএফের হাত শক্তিশালী করার চেষ্টা করা হয়েছিল। বিষয়টা আমি দিদি ও দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। তার ফলে আমার মনে হয় দল যা ভেবেছে সেই সিদ্ধান্ত নিয়েছে’।

এদিকে বর্তমানে ভাঙরের বুকে নানান কর্মসূচিতে যোগ দিচ্ছেন শওকত মোল্লা। কখনও দলীয় কার্যালয়, কখনও খেলার মাঠ, কখনও আবার চায়ের দোকানের সামনে তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের নিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে তাঁকে। এই আবহেই বামনঘাটায় বক্তব্য রাখার সময় হাকিমুল ইসলাম ও খাদিজা বিবিকে নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। এদিন বাংলা হান্টের মুখোমুখি হয়ে ফের একবার এই নিয়ে মুখ খোলেন তৃণমূল নেতা।

Saokat Molla

অতীতে আরাবুলের বিরুদ্ধে সরব হলেও এই নিয়ে বিশেষ কথা বলতে দেখা যায়নি শওকতকে (Saokat Molla)। তবে এবার সরাসরি সদ্য বহিষ্কৃত নেতার পুত্র ও জেলা পরিষদ সদস্যকে আক্রমণ শানালেন তিনি। তৃণমূল বিধায়কের দাবি, দলকে হারানোর প্রাণপন চেষ্টা করেছিলেন তাঁরা। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর