বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বরের মতো জানুয়ারি মাসেও কখনও শীত (Winter) আসছে, কখনও আবার গায়েব হয়ে যাচ্ছে! ‘আসা যাওয়ার’ এই ‘খেলা’ নতুন বছরের প্রথম মাসেও অব্যাহত (South Bengal Weather)। এই আবহে পৌষ সংক্রান্তিতে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে অনেকের মনে। এবার এই নিয়ে সামনে আসছে নয়া আপডেট (Weather Update)।
পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?
সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিক বেড়েছে। একধাক্কায় ২ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে শহর কলকাতার তাপমাত্রা। দক্ষিণের (South Bengal) বাকি জেলাগুলিতেও পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিসের পূর্বাভাস, পৌষ সংক্রান্তির আগে হাড়কাঁপানো ঠাণ্ডা পড়ার সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্যে বাংলার উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। সেই কারণেই বাড়ছে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সব জেলাই শুষ্ক থাকবে। তবে আগামী ২ দিনে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস। এরপরের ৩ দিন আবার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুনঃ আরাবুলের ছেলে সহ TMC নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! বোমা ফাটালেন শওকত মোল্লা
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গের (North Bengal Weather) দুই জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী সোমবার অবধি দার্জিলিংয়েও বর্ষণের সম্ভাবনা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে অবশ্য বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে সেখানে কুয়াশা নিয়ে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে। কুয়াশার জন্য উত্তরের জেলাগুলিতে সকালের দিকের দৃশ্যমানতা ৫০ মিটার অবধি নেমে যেতে পারে। উত্তরের সেই সকল জেলায় কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাসে এও পরিষ্কার, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে না রাজ্যবাসী।