বাংলাহান্ট ডেস্ক : পূর্ব লাদাখে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই মহড়া চীনা সৈনিকদের। তাহলে কি ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ড্রাগন ফৌজ? লাদাখের চরম আবহাওয়ার মধ্যে চীনা সৈনিকদের এহেন কার্যকলাপ সেই সম্ভাবনাই যেন উস্কে দিচ্ছে। একাধিক সূত্র দাবি করেছে, পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট সম্প্রতি যুদ্ধ মহড়া চালিয়েছে এলএসিতে।
ভারতের (India) সেনার জন্য নিউ অ্যালার্ট
লাদাখের মতো চরম আবহাওয়া ক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবেই এই মহড়া চালিয়েছে ঝিংজিয়ান সেনা। যদিও এই খবর সামনে আসতেই অ্যালার্ট হয়েছে ভারতীয় সেনা (Indian Army)। গালোয়ান ঘাঁটিতে ২০২০ সালে ভারত ও চীনের সংঘর্ষের ফলে প্রাণ যায় একাধিক সেনার। তারপর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে দুই দেশের সেনা কমান্ডাররা দফায় দফায় বৈঠকে বসেন।
ভারত (India) ও চীনের (China) সমঝোতার মাধ্যমে ২০২৪ সালের অক্টোবর মাসে নিজেদের সেনা পিছিয়ে নেয় এলএসি থেকে। তবে বিশেষজ্ঞদের অনুমান, আপাতত সেনা পিছিয়ে নিলেও বড় কিছুর প্রস্তুতি শুরু করে দিয়েছে ড্রাগনের দেশ। লাদাখের (Ladakh) চরম আবহাওয়ায় যুদ্ধ প্রস্তুতি সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
আরোও পড়ুন : বাধ্যতা মূলক এই খরচ! ট্রেড লাইসেন্স নিয়ে আসছে নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার
একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, পিপল লিবারেশন আর্মির (People Liberation Army) ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া চালায়। অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি সেনার গাড়ি, ড্রোন ও নানান অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছে এই অনুশীলনে।
এমনকি লাদাখের চরম আবহাওয়ায় টিকে থাকার জন্য সেনাদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আর পাঁচটা সাধারণ যুদ্ধের মহড়ার থেকে এই অনুশীলন সম্পূর্ণ আলাদা। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে চরম আবহাওয়া এহেন প্রশিক্ষণ স্পষ্টভাবে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের আভাস দিচ্ছে। যদিও গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে ভারতীয় সেনাও।