বাংলাহান্ট ডেস্ক : ভারতকে প্যাঁচে ফেলতে মরিয়া হয়ে উঠছে পাকিস্তান। সঙ্গে দোসর বাংলাদেশও (Bangladesh)। ফলে ‘শত্রুর শত্রু আমার মিত্র’ এই নীতি মেনেই ভারতের ক্ষতি করতে উদ্যত পাকিস্তান (Pakistan) এখন পাশে বন্ধু হিসেবে চাইছে বাংলাদেশকেই। এদিকে, হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে ওপার বাংলা সম্পর্ক দিন দিন তলানিতে এসে ঠেকছে।
বাংলাদেশের (Bangladesh) সঙ্গে নয়া ছক পাকিস্তানের
সব মিলিয়েই বলা যায়, পাকিস্তান আর বাংলাদেশের (Bangladesh) এখন একরকম গলায় গলায় ভাব। ভারতের এই পড়শি দেশ দুটো পরস্পরের প্রতি সাহায্যের হাত যেন বাড়িয়েই রেখেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাই ব্যবসা থেকে শুরু করে বিদেশ ভ্রমণ, সব বিষয়েই পাকিস্তানের সাথে বাংলাদেশের বিশেষ আদান প্রদানের সম্পর্ক গড়ে উঠছে।
পাকিস্তান এবার বাংলাদেশের কাছে সরাসরি ভিসা ও ফ্লাইটের জন্য আবদার করে বসেছে। সূত্রের খবর, পাকিস্তানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর তারা বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইটের দাবি করেছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন থেকে শুরু করে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফও বৈঠকে উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন : রাত পোহালেই আবহাওয়ার ডিগবাজি! আগাম খবর
পাকিস্তানের (Pakistan) ব্যবসায়ীদের কথায়, তারা এখন ঢাকার সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী। কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় এবং ভিসার (Visa) জটিলতার জন্য বাংলাদেশে (Bangladesh) ব্যবসা বাণিজ্য (Business) করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে পাকিস্তানিদেরকে। খুব শীঘ্রই যাতে এই জটিলতা থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্যই এবার সরাসরি ফ্লাইটের (Flight) আবেদন জানিয়েছেন তারা।
জানা গিয়েছে, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আমন্ত্রণেই এসেছিলেন। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে বাণিজ্য, সরাসরি বিমান, ভিসা ও ভবিষ্যত বিনিয়োগ নিয়েও। পাকিস্তানের সঙ্গে মজবুত ও দীর্ঘমেয়াদী বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ।