আশার আলো! ‘রাজ্য সরকারকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে’, একগুচ্ছ নির্দেশ জারি করল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ শহরের পথে চিরতরে বন্ধ হবে ট্রাম (Tram)! এই খবর সামনে আসার পর থেকেই মনভার ট্রামপ্রেমীদের। তিলোত্তমার (Kolkata) ১৫০ বছরের দীর্ঘ সঙ্গীর পথচলা যে শেষ তা মেনেই নিতে পারছেন না কলকাতার নাগরিক মহল। দিকে দিকে হচ্ছে প্রতিবাদ। এই পরিস্থিতিতেই এবার ট্রাম সংক্রান্ত মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। শহরজুড়ে ট্রাম লাইন বুজিয়ে ফেলা বন্ধ করতে কড়া ‘ডোজ’ উচ্চ আদালতের।

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ট্রাম নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা উঠলে নির্দেশ, ট্রাম লাইন বুজিয়ে ফেলার কাজ বন্ধ করতে হবে। এই সংক্রান্ত ছবি-সহ রিপোর্ট রাজ্যেকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ট্রামকে রাজ্যের ঐতিহ্য তকমা দিয়ে বিচারপতি সাফ বলেন, “ট্রাম এ রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু, রাজ্য সরকারকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে।’

পর্যবেক্ষণে চিফ জাস্টিস বলেন, ‘বহু দেশেই তো ট্রাম চলে। রাস্তার একেবারে মাঝখান দিয়েও চলে কোনো কোনো জায়গায়। ট্রাম বাঁচাতে হলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।” প্রসঙ্গত, বিগত কিছু সময় ধরে বেশ কিছু রুটের ট্রামের ট্র্যাক তুলে ফেলার পাশাপাশি সেই জায়গায় পিচ দিয়ে বুজিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছিল। এবার সেই ইস্যুতে লাগাম পড়াতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রধান বিচারপতির নির্দেশ, ‘শহরের যে জায়গাগুলি থেকে ট্রাম লাইন তুলে ফেলার অভিযোগ উঠেছে সেই সব জায়গায় কলকাতা পুলিশকে তদন্ত করতে হবে।’ বিরাট পর্যবেক্ষণ দিয়ে বিচারপতি বলেন, ‘উপরতলার হাত না থাকলে এইভাবে লাইন বুজিয়ে ফেলা কখনই সম্ভব নয়।’

Calcutta High Court

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সাথে জেলে বসেই কথা বলেন? শুনেই খেপে উঠলেন পার্থ! মুখ ফসকে বলেই ফেললেন…

যদিও রাজ্যের দাবি, ট্রাম সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নিয়মিত বৈঠক চলছে। ট্রাম লাইন বুজিয়ে ফেলারও কোনো নির্দেশ জারি হয়নি রাজ্যের পরিবহণ দফতরের তরফে। আদালতের নির্দেশ মত এদিন ট্রাম সংরক্ষণে কমিটির রিপোর্ট জমা দিয়ে একথা জানিয়েছে রাজ্য।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর