বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আগস্ট মাসে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। ছাত্র সমাজের সেই কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। নতুন বছরে ফের একবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তার প্রেক্ষিতেই বড় মন্তব্য করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam)।
নবান্ন অভিযান নিয়ে কী বলল হাইকোর্ট (Calcutta High Court)?
আগামী ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মসূচির সমর্থনে সমাজমাধ্যমে চোখে পড়ছে নানান পোস্টার। যদিও কে বা কারা এর নেপথ্যে রয়েছেন তা পরিষ্কার নয়। এই বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ভরতকুমার মিশ্র নামের একজন ব্যক্তি। আন্দোলনকারীদের পরিচয় জানতে চেয়ে ও কর্মসূচির দিন ও স্থান পরিবর্তন করার জানিয়েছেন তিনি।
আগামী ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা শেষ হবে। তারপরের দিনই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। গঙ্গাসাগরের মেলা শেষ হওয়ার পর তীর্থযাত্রীরা সেখান থেকে ফিরবেন। তখন যদি নবান্ন অভিযান হয়, তাহলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করা আবেদন জানিয়েছিলেন ভরতকুমার মিশ্র।
আরও পড়ুনঃ ‘যুদ্ধ করতেও তৈরি’! এবার রাজ্য ভার্সেস হাইকোর্টের প্রধান বিচারপতি? কড়া হুঁশিয়ারি জাস্টিস শিবজ্ঞানমের
ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘গঙ্গাসাগর তো ডায়মন্ড হারবার! নবান্ন তো অন্যদিকে!’ একইসঙ্গে আদালতের সংযোজন, এর আগেও তো নবান্ন অভিযান সামলেছে পুলিশ।
অন্যদিকে জনস্বার্থ মামলাকারীর দাবি, নবান্ন অভিযানের নামে ফের অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেদিকটাও খতিয়ে দেখা দরকার। আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার কোকো নামক একটি সংগঠনের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে নবান্ন অভিযানের প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দেওয়া হলেও চূড়ান্ত রায়দান করা হয়নি। আগামী বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত রায়দান করবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।