সবার সামনে বাবা মাকে তুইতোকারি! বিয়ের আগে কটাক্ষের মুখে অনন্যা, কী যুক্তি দিলেন দিদি অলকানন্দা?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই বোন অনন্যা গুহ (Ananya Guha) এবং অলকানন্দা গুহ। ছোটপর্দায় দুজনেই নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন কেরিয়ারে। বড় বোন অলকানন্দা ইতিমধ্যেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। ছোট অনন্যাও ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন ঘর বাঁধার সিদ্ধান্ত। কিন্তু নেটপাড়ায় ট্রোলের হাত থেকে মোটেই রেহাই পান না তাঁরা।

সমালোচনার জবাব দিলেন অনন্যার (Ananya Guha) দিদি অলকানন্দা

অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশনও করেন তাঁরা। অনন্যা (Ananya Guha) এবং অলকানন্দা দুজনেই বেশ জনপ্রিয় ভ্লগিং জগতে। তবে তাঁদের অনুরাগীদের পাশাপাশি নিন্দুকও কম নেই। প্রায়ই দুই বোনকে ‘ন্যাকা’ বলে কমেন্ট করতে দেখা যায় নেটনাগরিকদের একাংশকে। আবার তাঁরা তাঁদের বাবা মাকে ‘তুই’ বলে কেন সম্বোধন করেন তা নিয়েও ধেয়ে আসে কটাক্ষ। এবার যাবতীয় সমালোচনার জবাব দিলেন অলকানন্দা।

What didi ananya guha sister say about trolling

কী বললেন অভিনেত্রী: একটি ভিডিও করে সব অভিযোগের উত্তর দেন অলকানন্দা। অভিনেত্রী বলেন, এতদিন এই সব কমেন্ট দেখেও এড়িয়ে যেতেন তিনি। কিন্তু অনেকেই তাঁদের খারাপ ভাবছেন, তাই উত্তর দেওয়া জরুরি। অলকানন্দা বলেন, তিনি যখন নিজের বাবা, মা, বোন বা স্বামীর সঙ্গে থাকেন তখনই ন্যাকামো করেন। আর একা যেকোনো সাধারণ মানুষই করে থাকেন তাদের প্রিয়জনের সঙ্গে। উপরন্তু তিনি যেহেতু ভ্লগে ব্যক্তিগত মুহূর্তগুলো তুলে ধরেন তাই সেই সময়গুলোতে ন্যাকামি করেন। কিন্তু এমন অনেক ভিডিওই আছে যেখানে তিনি এমন করেননি।

আরো পড়ুন : জেলেই দমিয়ে রাখার ফন্দি, বাংলাদেশের উচ্চ আদালতেও জামিনের আশা ক্ষীণ চিন্ময় কৃষ্ণের?

ট্রোলের বিরুদ্ধে পালটা যুক্তি: মা বাবাকে ‘তুই’ বলার জন্যও ট্রোলড হয়েছেন অনন্যা (Ananya Guha) অলকানন্দা। এর উত্তর দিয়ে অলকানন্দা বলেন, তাঁরা যাঁদের সঙ্গে বড় হয়ে উঠেছেন তাঁরা তাঁদের বাবা মাকে তুই বলেই ডাকতেন। অভিনেত্রী জানান, তাঁদের বাড়িতে অনেক ‘হাউজহেলপ’ ছিল। তাঁদের ক্যাটারিংয়ের ব্যবসার কারণে অনেকে কাজ করতেন। সেইসব কর্মীদের পরিবার তাঁদের সঙ্গেই থাকত, আর তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে ছোটবেলায় খেলে বড় হয়ে উঠেছেন তাঁরা দুই বোন। সেখানেই হয়েছে গণ্ডগোল।

আরো পড়ুন : ইউনূসের আসন টলমল, এই মাসেই নির্বাচন বাংলাদেশে! হালে পানি পাবে হাসিনার দল?

অলকানন্দা আরো বলেন, কিছু গ্রামের মানুষ বাবা মাকে তুই বলে ডাকে। ছোটবেলা ওই বন্ধুদের বাবা মাকে তুই বলতে দেখে তাঁরাও একই কাজ করতেন। আবার বাবা মা বারণ করলে অন্যদের উদাহরণ দিতেন। সেই থেকেই সবকিছুর সূত্রপাত। ছোট বয়সে বাবা মাও ভেদাভেদ তৈরি করতে চাননি বলে মন্তব্য করেন অলকানন্দা। তবে এই ভিডিওতে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁরা নিজেদের মতো থাকুন, এমনটাই বলেছেন নেটিজেনরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর