DA নিয়ে টানাপড়েন চলছে! এর মাঝেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এদিকে গত বছরের শেষ থেকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষা করে থাকলেও, এখনও অবধি কোনও সুখবর পাননি বাংলার রাজ্য সরকারি কর্মীরা। এই আবহে সামনে আসছে নয়া খবর।

বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) নিয়ে বড় খবর!

সরকারি কর্মী মানেই বছরের নির্দিষ্ট কিছুদিনে বাঁধাধরা ছুটি (Government Holiday) থাকে। জানুয়ারি মাসের শুরু থেকেই যেমন বেশ কয়েকটি ছুটি পেয়েছেন তাঁরা। চলতি মাসেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ২৩ জানুয়ারি সেই উপলক্ষ্যে রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর ২ দিন পর, তথা ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসেবে ন্যাশানাল হলিডে রয়েছে। যদিও এই দিনটি রবিবার পড়ার কারণে চলতি বছর সেই ছুটি মাটি হচ্ছে।

এরপর ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে সরস্বতী পুজো (Saraswati Puja)। এই বছর আবার দু’দিন মিলিয়ে সরস্বতী পুজো পড়েছে। এর মধ্যে ২ ফেব্রুয়ারি রবিবার পড়লেও, ৩ ফেব্রুয়ারি তথা সোমবার ছুটি দিয়েছে রাজ্য। অর্থাৎ সেদিনটা ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এক্ষেত্রে জানিয়ে রাখি, এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুসারে এই বছর পশ্চিমবঙ্গে ২৫ দিন ছুটি থাকছে। সেই সঙ্গেই রাজ্য সরকারের ছুটি তো রয়েছেই।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২৫,০০০! রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

জানা যাচ্ছে, চলতি বছর মোট ৮টি ছুটি রবিবার পড়েছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন (১২ জানুয়ারি) রবিবার পড়েছিল। এরপর সাধারণতন্ত্র দিবস ও সরস্বতী পুজোও রবিবারই পড়েছে। এছাড়া গত বছর থেকে রামনবমীর দিনও ছুটি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। তবে জানা যাচ্ছে, এবার রামনবমী (৬ এপ্রিল) থেকে শুরু করে, মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ আগস্ট) থেকে হয়ে মহালয়া, দুর্গাপুজোর ষষ্ঠী- সবকিছুই রবিবার পড়ার কারণে বাড়তি ছুটি পাবেন না রাজ্য সরকারি কর্মীরা।

Government employees

উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বর মাস থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী। জানা যাচ্ছে, এবারও চতুর্থী (২৬ সেপ্টেম্বর) থেকে ছুটি পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। এরপর দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো কাটিয়ে ৮ অক্টোবরের পর খুলবে অফিস। এরপর ফের কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যে ছুটি পাবেন সরকারি কর্মীরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর