বাংলাহান্ট ডেস্ক : ডলারের সাপেক্ষে হু হু করে দাম পড়েছে টাকার। টাকার মূল্য হ্রাস হতেই কার্যত ঘুম উড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government)। দিন কয়েক আগে নজিরবিহীনভাবে ডলার ৬৬ পয়সা উঠে ৮৬.৭০ টাকা ছোঁয়ার পরে প্রশ্ন ওঠতে শুরু করে যে, ভারতীয় মুদ্রার (Indian Rupee) মূল্য আর কত নিচে নামবে?
কেন্দ্রীয় সরকারের (Central Government) নয়া পরিকল্পনা
এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার উপদেষ্টা সংস্থা ইওয়াইয়ের তরফে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সমস্যার সমাধান হিসেবে মনে করা হচ্ছে, আসন্ন বাজেটে আমদানি শুল্ক বাড়াতে পারে সরকার (Central Government)। তবে মঙ্গলবার এবং বুধবার কিঞ্চিত আশার আলো দেখা গেছে। লাগাতার মূল্য হ্রাসের পরে এই দুদিনে টাকা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
আমদানি পণ্যের দাম মেটাতে ভারতে (India) সবচেয়ে বেশি ডলার (Dollar) খরচ হয়। তাই আমদানি বাড়লে ডলারের চাহিদা বাড়ে, কমলে হয় উল্টোটা। সাম্প্রতিক সময়ে দেশে ডলারের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করেছে প্রধানত দু’টি কারণে। প্রথমত, ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলে নেওয়া।
আরোও পড়ুন : সিলেবাস বহির্ভূত প্রশ্নে মিলবে নম্বর? নিয়োগ পরীক্ষা নিয়ে বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
তারা শেয়ার বিক্রির টাকা দিয়ে ডলার কিনে বিদেশে নিয়ে যায়। ফলে ডলারের চাহিদা বেড়ে গেছে কারণ গত কয়েক মাস ধরে তারা টানা শেয়ার বিক্রি করছে। দ্বিতীয়ত আমদানি বৃদ্ধির কারণেও বেড়ে গিয়েছে ডলারের চাহিদা। ফলে টাকার সাপেক্ষে দাম বৃদ্ধি পেয়েছে ডলারের। তাই উপদেষ্টা সংস্থাটির মতে, বাজেটে শুল্ক বাড়িয়ে কেন্দ্র আমদানিতে রাশ টানবে।
আরোও পড়ুন : মধ্য কলকাতায় আর কোনও কর্মসূচির অনুমতি আমি দেব না, মানুষের ভোগান্তি হয়: বিচারপতি ঘোষ
ইওয়াই-এর মুখ্য নীতি উপদেষ্টা ও ষোড়শ অর্থ কমিশনের সদস্য ডি কে শ্রীবাস্তবের মতে, ‘‘টাকার পতন কেন্দ্র ও রিজ়ার্ভ ব্যাঙ্কের কাছে বড় চ্যালেঞ্জ। শুল্ক বাড়ানো হলে ওই খাতে ডলারের খরচ কমবে। ফলে আমদানিকারীদের কাছে তার চাহিদা হ্রাস পাবে। যা কমাবে দাম।’’
তাঁর দাবি, কেন্দ্রের হাতে অবশ্য মুদ্রার বিনিময়মূল্য নিয়ন্ত্রণের জন্য বাজেটে (Budget) খুব বেশি কার্যকরী পদক্ষেপের সুযোগ নেই। তাই শুল্কের হার বদলের মাধ্যমেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারেন। তাতে দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়ার পাশাপাশি আত্মনির্ভর ভারত তৈরির স্বপ্ন পূরণেও একধাপ এগোনো হবে।