আকাশে বাড়বে ভারতের দাপট! শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভার্গবাস্ত্রের পরীক্ষা সফল

বাংলাহান্ট ডেস্ক : পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হল প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি মাইক্রো-মিসাইল সিস্টেম। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ভার্গবাস্ত্র (Bhargavastra) নামক ছোট-ক্ষেপণাস্ত্র সিস্টেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আগামীদিনে। গোপালপুর সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জ থেকে এটির সফল পরীক্ষা চালানো হয়েছে কিছুদিন আগেই।

খেল দেখাবে ভার্গবাস্ত্র (Bhargavastra)

আড়াই কিমির বেশি ভার্চুয়াল টার্গেট পূরণ করার ক্ষেত্রে মিলেছে সাফল্য। এই পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন সেনা (Indian Army) আধিকারিকরা। এই মাইক্রো-মিসাইল সিস্টেমটি চলতি বছরই ট্রায়ালের জন্য পাঠানো হবে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির উদ্দেশ্যে। ‘ভার্গবস্ত্র’ (Bhargavastra) আদতে একটি কাউন্টার-ড্রোন সিস্টেম।

Bhargavastra Micro-Missile System details

আকাশপথে থাকা ৬ কিমি বেশি রেঞ্জের ছোট যান শনাক্ত ও যুদ্ধাস্ত্র ব্যবহার করে সেটি ধ্বংস করতে বেশ পটু ‘ভার্গবস্ত্র’ (Bhargavastra)। ৬৪ টিরও বেশি ছোট ক্ষেপণাস্ত্রের একসাথে উৎক্ষেপণ সম্ভব ভার্গবস্ত্র সিস্টেমে। মোবাইল প্ল্যাটফর্ম-নির্ভর সিস্টেমটির ডেভলপিংয়ের দায়িত্বে ছিল ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড।

আরোও পড়ুন : ভেঙে দেওয়া হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল? হাইকোর্টে দায়ের মামলা! শুনানি কবে?

উচ্চতাসম্পন্ন অঞ্চল-সহ বিভিন্ন ভূখণ্ডে যাতে অপারেশন সম্ভব হয় সেই কথা মাথায় রেখেই এটির নকশা তৈরি করা হয়েছে। এই প্রথম মাইক্রো মিসাইল-নির্ভর কাউন্টার-ড্রোন সিস্টেম তৈরি করা হল আর্মি এয়ার ডিফেন্সের জন্য। সাম্প্রতিক অতীতে রাশিয়ায় বিধ্বংসী ড্রোন (Drone) হামলার সাক্ষী থেকেছে বিশ্ব।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই রাশিয়ার একটি বহুতলে চালানো হয় ড্রোন হামলা। এই ধরণের ড্রোন হামলা নিরাপত্তার জন্য বেশ বড় ধরণের হুমকি। এই ধরণের ড্রোন হামলা ঠেকানোর উদ্দেশ্যেই ভারতের (India) এই মাইক্রো-মিসাইল সিস্টেম। বিশালাকার ড্রোন হামলা মোকাবিলার ক্ষেত্রে মাইক্রো-মিসাইল সিস্টেম ভার্গবস্ত্র ভারতীয় সেনার এখন অন্যতম সেরা বাজি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর