বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে টেকটনিক প্লেট। তবে এবার গবেষকদের দাবি, দুটি ভাগে ভেঙে বিভক্ত হয়ে যেতে পারে টেকটনিক প্লেট। এই ঘটনা যদি ঘটে তাহলে ভারতের (India) মানচিত্র থেকে একেবারে উধাও হয়ে যেতে পারে লাদাখ , উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশ।
ভারত (India) ভেঙে যাওয়ার ইঙ্গিত
সম্প্রতি একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা (Scientist) সম্প্রতি একটি সম্মেলনে বলেছেন, ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বর্তমানে অতিবাহিত হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট। লক্ষ্য করা গেছে, গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে। ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি।
যদিও খুব একটা সাধারণ ও সহজ পদ্ধতি নয় এই বিচ্ছিন্নতা। পৃথিবীর (Earth) গভীরে জটিল চলনের ফলে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। দক্ষিণ তিব্বতের ভূকম্প (Earthquake) সংক্রান্ত বিষয়টি নিয়ে পরীক্ষা চালিয়েছে চিনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল।
আরোও পড়ুন : ফ্ল্যাটেই ঘাপটি মেরে ছিল বিপদ! সামনে এল সইফের হামলাকারীর পরিচয়
পরীক্ষার ফলাফলের বিজ্ঞানীরা দেখেছেন, অবিচ্ছিন্নভাবে ভারতের অনেক অংশ থাকলেও, ফাটল দেখা দিয়েছে ১০০ কিলোমিটার গভীর অংশে। সময়ের সাথে এই ফাটল জোরালো হলে দেশ দুভাগে ভেঙে যেতে পারে। এমনকি হিমালয়ের উপরও প্রভাব পড়বে এই ফাটলের। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের সংঘর্ষের জেরেই সৃষ্টি হয়েছে হিমালয় ।
গবেষক দলের বক্তব্য, এই সংক্রান্ত গবেষণা আরো খানিকটা অগ্রসর হলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা পৃথিবীর ক্ষেত্রেই। সেই বিষয়টিতে নজর রেখেই গবেষকরা আগামী দিনে ভারত (India) ও অন্যান্য অংশের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন।