“কাঙাল” পাকিস্তানের শোচনীয় অবস্থা! পড়শি দেশকে বাঁচাতে মাঠে নামল বিশ্ব ব্যাঙ্ক

বাংলাহান্ট ডেস্ক : ডুবতে বসেছে অর্থনীতি। ধ্বংসের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে পাকিস্তান (Pakistan)। অর্থনৈতিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি দেশের মানুষকেও খাদের ধারে ঠেলে দিয়েছে। শেষে বাধ্য হয়েই বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে সমঝোতায় আসতে রাজি হয়েছে শেহবাজ শরিফ সরকার। জানা গিয়েছে, বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে ১০ বছরের একটি বোঝাপড়া করবে পাকিস্তান। শরিফের দেশের অর্থনীতির হাল ফেরাতে মোট ২০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাঙ্ক।

পাকিস্তানকে (Pakistan) বাঁচাতে এগিয়ে এল বিশ্ব ব্যাঙ্ক

সেই ২০২২ সাল থেকেই পাকিস্তানের (Pakistan) অর্থনীতিতে যেন গ্রহণ লেগেছে। এমনকি অবস্থা এতটাই শোচনীয় যে পাকিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আসরে নামতে হয়েছে আন্তর্জাতিক আর্থিক তহবিলকে। পাকিস্তানকে (Pakistan) একটি ৭০০০ কোটি মার্কিন ডলার মূল্যের বেল আউট প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। কিন্তু এমন দুরবস্থা হল কী করে প্রতিবেশী দেশের?

World bank is going to help Pakistan in economic crisis

কীভাবে হল এমন পরিস্থিতি: আসলে পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক ধ্বংসের সূত্রপাত হয় ২০২২ সাল থেকে। রাজনৈতিক জগতে টালমাটাল পরিস্থিতির সঙ্গে ভয়াবহ বন্যা পাকিস্তানের অর্থনীতির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। তারপর থেকেই আর্থিক পতন শুরু হয় পাকিস্তানের (Pakistan)। এমতাবস্থায় বিশ্ব ব্যাঙ্ক চাইছে পাকিস্তানে বিনিয়োগ আনতে। বেসরকারি সংস্থাগুলির মধ্যে দিয়েই দেশে আর্থিক জোয়ার আনার পরিকল্পনা বিশ্ব ব্যাঙ্কের। ২০২৬ এর পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরো পড়ুন : তলে তলে ভালোই বাড়ছে “খাতিরদারি”, ভারতের “শত্রুদেশের” কাছ থেকে যুদ্ধ বিমান কেনার ছক বাংলাদেশের

কী উদ্যোগ বিশ্ব ব্যাঙ্কের: এই উদ্যোগ নিয়ে পাকিস্তানে (Pakistan) নিযুক্ত বিশ্ব ব্যাঙ্কের আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা কান্ট্রি ম্যানেজার বলেন, বেসরকারি ক্ষেত্রে বেশি করে বিনিয়োগের দিকেই ফোকাস করা হচ্ছে। সেটা সম্ভব হলেই উন্নয়নের জোয়ার আসবে, সেই সঙ্গে কর্মসংস্থানও বাড়বে। এক্ষেত্রে কৃষি, শক্তি ও জল সম্পদ, উৎপাদন শিল্প, ডিজিটাল পরিকাঠামোর দিকে জোর দেওয়া হচ্ছে।

আরো পড়ুন : নতুন মেগা আনল TRP টপার সিরিয়ালের প্রোডাকশন, প্রোমোতেই নজরকাড়া গল্প

বিশ্ব ব্যাঙ্কের এই উদ্যোগ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, পাকিস্তানে এমন ব্যবস্থা এই প্রথম। শিশু স্বাস্থ্য, শিক্ষা, শক্তি উৎপাদন, আবহাওয়ার স্থিতিস্থাপকতা, উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগের মতো ছয়টি বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা এবং রাজনৈতিক বেসামাল পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা পিছু হটছে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর