বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দিতে আগেই ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মানুষের বাড়ি বাড়ি সুবিধা পৌঁছে দিতেই এই সরকারি কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।সারা রাজ্যজুড়ে বছরে প্রায় দু’বার এই দুয়ারে সরকার কর্মসূচি হয়। সরকারি সুবিধা একেবারে আম জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে চলে এই ক্যাম্প। সেখানে জমা করা আবেদন পত্র গুলি খতিয়ে দেখে কারা কারা সুবিধা পাওয়ার যোগ্য তা বেছে নেওয়া হয়।
কবে থেকে বসছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar)?
প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে কোনোভাবে এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এবারের ক্যাম্পে প্রত্যন্ত এলাকায় জোর দেওয়ার কথা। বিশেষ করে দুর্গম অঞ্চলে অবস্থিত গ্রামগুলিতে। কথা মতই নতুন বছরের শুরুতেই ঘোষণা করা হল দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচির দিনক্ষণ।
জানা যাচ্ছে,আগামী ২৪ জানুয়ারি থেকে ১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে চলবে এই দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষজন এই কর্মসূচির সাহায্যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। তারপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই সমস্ত আবেদন পত্র স্কুটিনির কাজ। সমস্ত তথ্য খুঁটিয়ে দেখার পর কারা সুবিধা পাওয়ার যোগ্য তা বেছে নেওয়া হয়।
আরও পড়ুন: রাজ্যকে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ! এবার ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
তারপর সমস্ত যোগ্য সুবিধা ভোগীদের কাছে দ্রুত পাঠানো হয় পরিষেবা। রাজ্যের প্রায় সব জায়গাতেই এই দুয়ারে সরকার ক্যাম্প বসে। তবে তারপরেও দেখা যায় অনেক সময় দুর্গম এলাকার মানুষজন এসব ক্যাম্পে পৌঁছাতে পারছেন না। যার ফলে তারা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন।
তাই এবার সেইসব প্রত্যন্ত এলাকায় ‘দুয়ারে সরকার’ করার উপরেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মতই আগামী ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৭ টি সরকারি প্রকল্পের সুবিধা দিতে চলেছে এই শিবির। জানা যাচ্ছে রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদে রোজই এই ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এছাড়াও যদি কারও কোন শংসাপত্রের প্রয়োজন হয় তাহলে সেটাও এই শিবির থেকেই পাওয়া যাবে।