নতুন বিপদ! ১৭ বছর পর ঘুম ভেঙে লাল চোখের এই পোকাই করবে “সর্বনাশ”? চিন্তায় কোটি কোটি মানুষ

বাংলাহান্ট ডেস্ক : কোভিড, HMPV-এর পর মানবজাতির কাছে চিন্তার কারণ বিশালাকার এক পোকা। সিকাডা নামে পরিচিত ‘এলিয়েন’-এর মতো কোটি কোটি পোকামাকড়ের (Insect) ঘুম ভাঙতে চলেছে ১৭ বছর পর। ১৭ বছর পর ২০২৫ সালে নিউ ইয়র্ক এবং জর্জিয়া-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্য প্রভাবিত হতে চলেছে সিকাডার কারণে।

নতুন এক পোকার (Insect) আবির্ভাব

প্রাণি বৈজ্ঞানিকদের মতে, এলিয়েন পোকামাকড়দের (Insect) উচ্চ শব্দ বিরক্তি সৃষ্টি করতে পারে মানুষের মনে। এই পোকামাকড়গুলি থাকবে প্রায় চার-পাঁচ সপ্তাহ। তবে এই পোকাদের হঠাৎ আগমন পরিবেশের সহায়তাও করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা (Scientist)। ১৩-১৭ বছর ধরে মাটির নিচেই বাস সিকাডার।

Cicada insect effect on human

ভূপৃষ্ঠের নিচে বর্তমানে সক্রিয় রয়েছে এই পোকামাকড়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ৬৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ভূপৃষ্ঠ উষ্ণ হলে এই পোকামাকড়গুলি মাটির নিচ থেকে বেরিয়ে আসে। দেড় ইঞ্চি দৈর্ঘ্যের এই পোকামাকড়গুলিকে ২০২৫ সালের এপ্রিল এবং জুনের মধ্যে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) অধিকাংশ অংশে।

আরোও পড়ুন : এতদিন কেন বলেন নি সেন্সিটিভ বা কন্ট্রোভার্সিয়াল? চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা, এল বড় নির্দেশ

বিজ্ঞানীরা ধারণা করছেন, এই বছর সিকাডার আগমন হতে পারে নিউ ইয়র্ক, জর্জিয়া, কেনটাকি, ইন্ডিয়ানা, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, নিউ জার্সি, ওহিও, পেনসিলভানিয়া, টেনেসি, ভার্জিনিয়া এবং পশ্চিম ভার্জিনিয়ায়। পুরুষ সিকাডা নারী সিকাডাকে আকর্ষণ করার জন্য উচ্চস্বরে ডেকে থাকে, যা অনেকটা গর্জনের মতো শোনায়। শেষবার যখন এই পোকার আগমন হয়েছিল তখন অনেকেই বিরক্ত হয়ে পুলিশকেও ফোন করতে বাধ্য হয়েছিলেন।

Cicada insect effect on human

দক্ষিণ ক্যারোলিনার নিউবেরি কাউন্টির আধিকারিকরা দাবি করেছেন, পোকার এই ধরনের আচরণ খুবই প্রাকৃতিক। এই পোকার (Insect) থেকে মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সিকাডার (Cicada) আগমনের ফলে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়বে না মানুষ, প্রাণী, বাগান এবং ফসলের উপর। ইউএস ইপিএ অনুযায়ী, ‘সিকাডা পাখি এবং অন্যান্য প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর