বাংলাহান্ট ডেস্ক : ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম হ্রাস পাচ্ছে ক্রমাগত। এই অবস্থায় আন্তর্জাতিক স্তরে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রুপির ব্যবহার বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। গত কয়েকদিন ধরেই ভারতীয় মুদ্রার দাম নিম্নমুখী। এমনকি সম্প্রতি সর্বকালীন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায় ভারতীয় রুপির দাম।
রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) নয়া আপডেট
এমন অবস্থায় ভারতীয় রুপির (Indian Currency) ব্যবহার বাড়াতে বিদেশি নাগরিকদের ভারতের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিল RBI। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, বিদেশে ভারতীয় ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট খোলার অনুমতি পাবেন বিদেশি নাগরিকরা। ভারতীয় মুদ্রাতেই হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) এই সিদ্ধান্তের ফলে, সেই বিদেশি অ্যাকাউন্ট হোল্ডার যদি ভারতে আসেন তাহলে ব্যাঙ্কের মাধ্যমে সহজেই ভারতীয় মুদ্রায় লেনদেন করতে পারবেন।এরই সাথে, বিদেশে থাকা ভারতীয় ব্যাঙ্কের শাখায় কোনও বিদেশির অ্যাকাউন্ট থাকলে, তিনি ভারতের নাগরিকের সাথে ভারতীয় মুদ্রার লেনদেন করতে পারবেন নির্বিঘ্নে।
আরোও পড়ুন : মাস্কের স্বপ্নভঙ্গ! মাঝ আকাশে ভেঙে টুকরো হয়ে গেল স্টারশিপ, ভাইরাল ভিডিও
ডয়চে ব্যাঙ্কের এমডি এবং গ্লোবার ইমার্জিং মার্কেট বিভাগের প্রধান শ্রীনিবাস বরদারাজন এই প্রসঙ্গে জানিয়েছেন, বিদেশের মাটিতে অন্য দেশের মুদ্রার অ্যাকাউন্ট খোলার প্রধান উদ্দেশ্যই হচ্ছে সেই মুদ্রার আন্তর্জাতিকরণ। বিশেষজ্ঞদের মত, এক্সচেঞ্জ রেট সংক্রান্ত ঝুঁকি অনেকটা কমতে পারে ভারতীয় মুদ্রার আন্তর্জাতিকরণ হলে। পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রার ভান্ডারও শতিশালী হবে ভারতীয় ব্যাঙ্কগুলির।
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন জানাচ্ছে, ১৩ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভারতের বিদেশি মুদ্রার পরিমাণ হ্রাস পেয়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার। প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদেশি মুদ্রার ভান্ডার বৃদ্ধিতে। রেমিট্যান্সের নিরিখে গোটা পৃথিবীতে ভারতের স্থান শীর্ষে। রেমিট্যান্স বাবদ ২০২৪ সালে ভারতের ভান্ডারে এসেছে প্রায় ১২৯ বিলিয়ন ডলার, যা কিনা পাকিস্তান ও বাংলাদেশের সম্মিলিত আর্থিক বাজেটের সমান।