অনন্যার ‘হাতি বাড়ি’ নিয়ে বিতর্ক! অবশেষে মুখ খুললেন ফিরহাদ! বললেন, ‘শাসকদলের কাউন্সিলর বলে…’

বাংলা হান্ট ডেস্কঃ বাঘাযতীন কাণ্ড নিয়ে যখন সরগরম রাজ্য, সেই সময়ই তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের (Ananya Banerjee) ‘বেআইনি বাড়ি’র খোঁজ দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার কলকাতা পুরসভার বিজেপির নির্দিষ্ট ঘরে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন পদ্ম কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) ও মীনাদেবী পুরোহিত। সেখানেই অনন্যার ‘হাতি বাড়ি’ নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করা হয়। এবার তার প্রেক্ষিতেই মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

অনন্যার ‘হাতি বাড়ি’ নিয়ে কী বললেন ফিরহাদ (Firhad Hakim)?

গতকাল সজল দাবি করেছিলেন, ২০২২ সালে মিনু রানী ভাওয়ালের থেকে ৪৯৭ সন্তোষপুর অ্যাভিনিউ ১০৩ নম্বর ওয়ার্ড বোরো ১১-এর এই বাড়িটি কিনেছিলেন অনন্যা। পরবর্তীতে বিনা অনুমতিতে ওই বাড়ি ৫ তলা হয়ে যায়। এর পিছনে বেআইনিভাবে আরও একটি বাড়ি তৈরি হয়ে যায় বলে অভিযোগ করেন বিজেপি নেতা।

একইসঙ্গে সজল আরও দাবি করেন, মেয়র পারিষদ বৈঠকে তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের ওই অবৈধ বাড়িটিকে আইনি বৈধতা দেওয়া হয়। সেই বাড়ি ভেঙে ফেলার অর্ডার হয়েছিল। তবে কোনও অজ্ঞাত কারণে সেটির আইনি বৈধতা হয়ে যায়। এমনকি ফাইনও বেআইনিভাবে নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এবার এই সকল অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন মেয়র ফিরহাদ (Firhad Hakim)।

আরও পড়ুনঃ ২১ ঘণ্টা পাওয়া যাবে না জল! দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুরসভা! ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের

শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে অনন্যার ‘হাতি বাড়ি’ থেকে শুরু করে বাঘাযতীন কাণ্ড, আরজি কর কাণ্ড সহ বেশ কিছু ইস্যুতে মন্তব্য করেন কলকাতার মেয়র। তৃণমূল কাউন্সিলরের বাড়ি নিয়ে যে বিতর্ক হচ্ছে সেই প্রসঙ্গে ফিরহাদ স্পষ্ট বলেন, অনন্যা বন্দ্যোপাধ্যায় শাসক দলের কাউন্সিলর বলে এত লাফালাফি হচ্ছে।

Firhad Hakim press conference

ফিরহাদের (Firhad Hakim) কথায়, আইন সবার জন্য। জনপ্রতিনিধিরও রেগুলারাইজেশন করার অধিকার রয়েছে। ৪০১ নোটিশ করা হয়েছিল। লিফট ও সিঁড়ি রেগুলারাইজ করা হয়। ৩২ লক্ষ টাকা জমা দেন। মেয়র দাবি করেন, যে কোনও নাগরিক পৌরসভার আইন মেনে সাধারণভাবে এটা করতে পারেন। অনন্যা শাসকদলের কাউন্সিলর বলে এত লাফালাফি হচ্ছে বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর