হয়ে যান সতর্ক! এবার বাজারে থেকে উধাও হবে ২০০ টাকার নোট, কি জানাল RBI?

বাংলা হান্ট ডেস্ক: ২০১৬ সালে ৮ নভেম্বর এই দিন নোটবন্দি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত জাল নোট আটকাতে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) তরফ থেকে রাতারাতি এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হয়। কিন্তু তারপরও কি জাল নোট আটকানো গেছে? প্রশ্ন থেকেই যায়। কারণ এরই মাঝে ফের ২০০০ টাকার নোট ব্যান করার সিদ্ধান্ত নেয় সরকার। আর এবার এই আবহেই আরও বিরাট আপডেট আসতে চলেছে। মনে করা হচ্ছে, বাজার থেকে ২০০ টাকার নোট বন্ধ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ?

২০০ টাকার নোট বন্ধ করতে পারে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India):

২০০০ টাকার জাল নোট একসময় বাজারে ভরে যায়। অসাধু ব্যবসায়ীদের হাত ধরে বাজার রমরমিয়ে ছড়িয়ে পড়ে এই নোট। আর তারপরই মোদী সরকারের তরফ থেকে ২০০০ টাকার নোট বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে জানা যাচ্ছে, শুধু ২০০০ টাকাই নয়, বাজারে ২০০ এবং ৫০০ টাকারও জাল নোট পাওয়া যাচ্ছে। আপনার কাছেই হয়তো নোটটি রয়েছে, তবে আপনি চিনতে পারছেন না। আর এই জাল নোট আটকাতেই কড়া পদক্ষেপ। এই বিষয়ে আরবিআইয়ের (Reserve Bank Of India) তরফ থেকে বিরাট আপডেট দেওয়া হয়েছে।

 Reserve Bank Of India may decide to ban Rupees 200 notes

আরবিআইয়ের তরফ থেকে কি আপডেট এসেছে: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) যে আপডেট জারি করেছে তাতে জানিয়েছে, ২০০০ টাকার নোট ইতিমধ্যেই ব্যান করে দেওয়া হয়েছে। তবে ২০০ টাকা নিয়ে আরও বেশি করে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে আরবিআই। এমনকি আপনার কাছে যে জাল নোট রয়েছে তা বুঝবেন কি করে? সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাজেটেই বাড়বে DA! কোন উপায়ে? রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে বড় আপডেট

কিভাবে বুঝবেন ২০০ টাকার নোটটি আসল: টাকার নোটের বামদিকে ওপরে দেবনগরীতে লেখা থাকবে “২০০”। মাঝখানে থাকবে মহাত্মা গান্ধীর ছবি। এছাড়াও আরবিআই, ভারত, ইন্ডিয়া এবং ২০০ লেখা থাকবে খুব ছোট আকারে। আর ডানদিকে থাকবে অশোক স্তম্ভ। এগুলি থাকলেই বুঝে যাবেন এটি ২০০ টাকার আসল নোট। আর যদি না থাকে তাহলেই জাল নোট চিনতে পারবেন। আগেভাগেই এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) তরফ থেকে সতর্ক করে দেওয়া হচ্ছে নাগরিকদের।

আরও পড়ুনঃ বাজেটেই বাড়বে DA! কোন উপায়ে? রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে বড় আপডেট

আসলে, ২০০০ টাকা ব্যান করে দেওয়ার পর থেকেই বাজারে ২০০ এবং ৫০০ টাকার জাল নোটের কারবার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষদের টাকা লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন। সেই সাথে যদি আপনার কাছে জাল নোট চলে আসে, তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্মকর্তাদের এ বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছে আরবিআই (Reserve Bank Of India)। তাই আজ থেকে টাকা লেনদেন করার আগে হয়ে যান সাবধান নইলে, আপনার বিপদ।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর