সাম্প্রতিক এই ঘটনাতেই বিশ্বে হু হু করে কমল অক্সিজেন! বিজ্ঞানীরা যা বললেন….জানলে উড়বে ঘুম

বাংলা হান্ট ডেস্ক: বছরের শুরুতেই দাবানলে ভষ্মীভূত হয় ক্যালিফোর্নিয়া এবং লস এঞ্জেলেস। যার দাপট এখনও কমেনি। আর এই দাবানলের কারণে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে পৃথিবীর (World) বুকে। ইতিমধ্যেই এর প্রভাবে গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এখনও চিন্তায় ঘুম উড়েছে সকলের। শুধু তাই নয়, এই খাণ্ডব দাহনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা। কেন এত আতঙ্ক দেখা দিচ্ছে এই নিয়ে?

পৃথিবী (World) জুড়ে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ:

সম্প্রতি পৃথিবী (World) জুড়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে দেখে মাথায় হাত পড়েছে বিজ্ঞানীদের। জানা গিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়াতে যেখানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ছিল ৩.৬। মাত্র কয়েক দিনে তার মাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ পিপিএম। ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষেরা এখন সঙ্কটের মুখে। একেই কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে তার উপর এল নিনো পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছে। এল নিনোর প্রভাবে পরিবেশে তাপমাত্রা তরতরিয়ে বাড়ছে।

Oxygen is decreasing in world

জানা গিয়েছে ২০২৫-র শুরুর দিকে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেকটাই কম ছিল বলা যায়। এতে করে পৃথিবীও আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এরই মাঝে লস এঞ্জেলসে দাবানল নতুন করে বিপর্যয় সৃষ্টি করেছে। দাবানলের প্রভাবে পৃথিবীতে (World) কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে। আর সেই সাথে কমতে শুরু করেছে অক্সিজেনের পরিমাণ। এর ফলে মানবজগত এখন বিপদের মুখে। কারণ পরিবেশ ঠান্ডা করতে এবং অক্সিজেন তৈরি করতে গাছেদের অনেকটা সময় লাগবে। যার জন্য এত আশঙ্কা বিজ্ঞানীদের।

আরও পড়ুনঃ দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়, RG Kar মামলায় রায় শিয়ালদা আদালতের, সাজা ঘোষণা কবে?

এই বিষয় কি বলছেন বিজ্ঞানীরা: মার্কিন দেশের এক পরিবেশ বিজ্ঞানী জানিয়েছেন বর্তমানে প্যারিস সম্মেলনে জলবায়ু নিয়ে সকল বিজ্ঞানীরা নিজেদের চিন্তার কথা জানিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে যে হারে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে তাতে করে নতুন করে বিপদের আশঙ্কা আরও বাড়ছে। তার উপর এল নিনোর প্রভাবে বিশ্বে (World) কয়েকগুণ তাপমাত্রা বেড়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তার উপর দাবানলের কারণে আগামী দিনে বিশ্ববাসী অক্সিজেনের অভাবে ভুগতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

আরও পড়ুনঃ  খতম সাজ্জাক আলম! উত্তর প্রদেশের কায়দায় এনকাউন্টার করল পশ্চিমবঙ্গ পুলিশ

প্রসঙ্গত, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ২০২৪-এ রেকর্ড করা গরমের সম্মুখীন হয় সকলে। আর এবার ২০২৫-র শুরুতে এমন ভয়ঙ্কর দাবানল। আগামী দিনে পরিবেশের উপর যে বিরাট প্রভাব পড়বে সেটা বোঝাই যাচ্ছে। তার উপর প্রতিনিয়ত পৃথিবী (World) থেকে কমছে গাছের সংখ্যা। এমতাবস্তায় অক্সিজেন তৈরি করা অত্যন্ত কঠিন। উদ্ভিদের সংখ্যা কমে গেলে অক্সিজেনের ঘাটতি আরও বাড়তে থাকবে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর