বাংলা হান্ট ডেস্ক : যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ওয়ার’ সিনেমায় এ বার মুখোমুখি টক্কর দুই তারকার। নাচে হোক কিংবা অ্যাকশান এ দুজনেই টক্কর দিতে পারে দুজনকে। একজন অভিনয় জগতে ১৯ বছর অন্যজন ৫ বছর। এদের মধ্যে একজন হৃত্বিক রওশন, অন্যজন টাইগার শ্রফ।এই জুটিকে একসঙ্গে দেখার জন্য শুরু থেকেই ফ্যানদের উৎসাহ রয়েছে।সোমবার ওয়ার সিনেমার ট্রেলার প্রকাশ্যে আনল যশরাজ ফিল্মস।
ট্রেলারে বেশ খুশিই ভক্তরা। হলিউডি কায়দায় অ্যাকশন সিকোয়েন্সের মতনই এই ট্রেলার । প্লেন ,সুপারকার, ফাইটিং সবই আছে ট্রেলারে। তবে ট্রেলারের টান টান উত্তেজনাপূর্ণ অ্যাকশান গোটা সিনেমায় বজায় থাকে কিনা, তা দেখতে মুখিয়ে দর্শকরা। সিনেমার অ্যাকশান কোরিওগ্রাফারের ভূমিকায় আছেন হলিউড ও কোরিয়ার দুই বিশ্বখ্যাত অ্যাকশান ডিরেক্টর অ্যান্ডি আর্মস্ট্রং ও সিইয়ং ওহ। ছবির সিনেমাটোগ্রাফিতে রয়েছেন হলিউডের বেন জেসপর। উপরি পাওনা হিসেবে সিনেমাতে লাস্যময়ী রূপে বিকিনিতে দেখা গেল বাণী কাপুরকে। এই ফিল্মের মাধ্যমে হলিউডের অ্যাকশান ফিল্মকেও ছাপিয়ে যাবে বলিউড, জানালেন সিনেমার ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ।
এ বছর ২ অক্টোবরে প্রেক্ষাগৃহে আসছে ‘ওয়ার’।