‘দুয়ারে সরকার’ নিয়ে বড় আপডেট! কোথায় চালু হবে ‘মিনি মোবাইল ক‌্যাম্প’?

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরেই আবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবির। এই শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের মোট ৩৭টি প্রকল্প এবং পরিষেবার পাওয়া যাবে। সারা বাংলা জুড়ে রাজ্য সরকারের এই দুয়ারে সরকার শিবির ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। জানা যাচ্ছে এবার এই দুয়ারে সরকার কর্মসূচিকে উৎসবের মতো করে পালন করার পরিকল্পনা করেছে নবান্ন (Nabanna)।

‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে বড় আপডেট নবান্নের (Nabanna)

রাজ্যের মুখ্যসচিব মানোজ পন্থ এই বিষয়ে ইতিমধ্যে একটি বৈঠক করেছেন রাজ্যের জেলাশাসকদের সঙ্গে। দুয়ারে সরকার শিবির নিয়ে নবান্ন থেকে শনিবার বেশ কয়েকটি নির্দেশিকা নির জারি করা হয়েছে। প্রত্যেক জেলা শাসককে নবান্নের (Nabanna) তরফে একটি করে দুয়ারে সরকার সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর-ও পাঠানো হয়েছে।

নবান্নের (Nabanna) তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আগামী ২৪ জানুয়ারি থেকে এই ক্যাম্প শুরু হয়ে চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা যাচ্ছে, দুয়ারে সরকার শিবিরের যে যে আবেদন জমা পড়বে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির প্রসেসিং হয়ে যাবে। জানা যাচ্ছে নবান্নের তরফে শিবির পরিচালনার জন্য মোট ১১ টি নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: নতুন বছরেই বিরাট সুখবর! চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল SSC

নির্দেশিকায় বলা হয়েছে জনগণের সুবিধার কথা ভেবে স্কুল-কলেজ কিংবা কোন কমিউনিটি হলেই এই দুয়ারে সরকার শিবির আয়োজন করা হবে। এরফলে একসাথে অনেক মানুষ এই শিবিরে যোগদান করতে পারবেন। আগে যে সমস্ত এলাকা বা মৌজায় কম শিবির হয়েছে সেখানে এবার বেশি শিবির করার ওপর জোর দিতে হবে বলেই জানা যাচ্ছে।

Duare Sarkar

প্রত্যেক পঞ্চায়েতে দুই থেকে তিনটি শিবির গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে ওয়ার্ডগুলি বড় সেখানে মিনি মোবাইল ক্যাম্প করা হচ্ছে। প্রত্যন্ত এলাকার জন্য মোবাইল শিবিরের ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। জানা যাচ্ছে এবারের দুয়ারে সরকার শিবিরে মোট ৩০ শতাংশ এলাকায় মোবাইল ক্যাম্প করতে বলা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর