বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ সত্ত্বেও কোনও কাজ হচ্ছে না। এবার তা নিয়েই অসন্তুষ্ট বিচারপতি দেবাংশু বসাক (Justice Debangshu Basak) ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে বিরাট নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত।
কলকাতা পুরসভাকে কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?
দূষণের হাত থেকে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে বেশ কিছু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত বুধবারই এই নির্দেশ দেওয়া হয়। আদালতের স্পষ্ট জানায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ৩ কিমির মধ্যে কেরোসিন, কাঠ কয়লা, উনুন কিংবা অন্যান্য কোনও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে রান্না করা যাবে না। এই বিষয়টি নিশ্চিত করতে পুরসভাকে নির্দিষ্ট সময় অন্তর সমীক্ষা চালানোর নির্দেশও দেওয়া হয়।
অভিযোগ, হাইকোর্টের (Calcutta High Court) সেই নির্দেশ ঠিকভাবে মেনে চলছে না কলকাতা পুরসভা। এখনও ভিক্টোরিয়া চত্বরে কাঠ কয়লা এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হচ্ছে। ময়দানের আশেপাশে থাকা বহু ক্লাব নাকি তা ব্যবহার করে রান্নাবান্না করছে। এবার তার প্রেক্ষিতেই বিরাট নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত।
আরও পড়ুনঃ ফিরহাদ অতীত? তৃণমূলের অন্দরে আসছে ববির বিকল্প? রইল ‘তাঁর’ নাম পরিচয়
শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, কলকাতা পুরসভাকে অভিযান চালিয়ে ভিক্টোরিয়া (Victoria Memorial) চত্বরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গেই নির্দেশ অমান্য করা ক্লাবগুলির বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়েও রিপোর্ট পেশ করে জানাতে হবে। আগামী ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনই এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কেএমসি (KMC) সূত্রে জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়ার পর তারা একাধিকবার ওই এলাকায় অভিযান চালিয়েছে। সেই সঙ্গেই ময়দানের আশেপাশের ফুটপাথের দোকানগুলিকে এর আগে জরিমানা করে সতর্কও করা হয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি, কাঠ কয়লার ব্যবহার করে রান্না না করার জন্য ময়দান চত্বরের ক্লাবগুলিকেও নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে হাইকোর্টের (Calcutta High Court) কড়া নির্দেশ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ৩ কিমির মধ্যে উনুন, কাঠকয়লা, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে রান্না করা যাবে না। শুক্রবার উচ্চ আদালত ফের একবার নির্দেশ দিল, ওই এলাকায় কলকাতা পুরসভাকে অভিযান চালিয়ে অবিলম্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। সেই সঙ্গেই যে সকল ক্লাব নির্দেশের তোয়াক্কা করেনি, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও রিপোর্ট দিয়ে জানাতে হবে।