মাত্র ৫ দিনে ৮০,০০০ কোটির লাভ! রিলায়েন্সের বিনিয়োগকারীদের কপাল খুলে দিলেন আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহটি ভারতীয় শেয়ার মার্কেটের জন্য খুব অস্থির ছিল। BSE-র ৩০-শেয়ার সেনসেক্স ৭৫৯.৫৮ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমেছে। যেখানে NSE-র নিফটি ২২৮.৩ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ কমেছে। এই সময়ের মধ্যে, সেনসেক্সের শীর্ষ ১০ টি মূল্যবান কোম্পানির মধ্যে ৬ টি কোম্পানির ১.৭১ লক্ষ কোটি টাকা ৫ টি ব্যবসায়িক দিনে উধাও হয়ে গেছে। তবে, যাঁরা মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে (Reliance Industries) অর্থ বিনিয়োগ করেছেন তাঁরা মাত্র ৫ দিনেই ৮০,০০০ কোটি টাকারও বেশি লাভ করেছেন। অপরদিকে ইনফোসিস, TCS-এর মতো সংস্থাগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) বিনিয়োগকারীরা হলেন মালামাল:

মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) বিনিয়োগকারীদের জন্য গত সপ্তাহটি অত্যন্ত আকর্ষণীয় ছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই সপ্তাহে কোম্পানির ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। বাজারে ব্যাপক ওঠানামা সত্বেও রিলায়েন্সের শেয়ার গ্রিন জোনেই ছিল।

Investors of Reliance Industries earned 80,000 crore rupees in 5 days.

এদিকে, রিলায়েন্সের (Reliance Industries) ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল অনুযায়ী জানা গিয়েছে যে কোম্পানির কনসোলিডেটেড প্রফিট বৃদ্ধি পেয়ে ১৮,৫৪০ কোটি টাকা হয়েছে। যা ১ বছর আগে একই ত্রৈমাসিকে ১৭,২৬৫ কোটি টাকা ছিল। এদিকে, এই চমৎকার ফলাফলের প্রভাব শেয়ারের ওপরেও পড়েছে। গত শুক্রবার রিলায়েন্স শেয়ার ২.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৩০০ টাকায় পৌঁছে যায়।

আরও পড়ুন: আর নেই উপায়! রিঙ্কুকে দেওয়া কথা এবার রাখতেই হবে শাহরুখকে, সবাইকে চমকে দেবেন কিং খান?

এমতাবস্থায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) লিমিটেডের শেয়ারে ক্রমাগত বৃদ্ধির জেরে বিনিয়োগকারীরা মাত্র ৫ দিনে ৭৯,৭৭৩.৩৪ কোটি টাকার লাভ পেয়েছেন। যার ফলে কোম্পানির মার্কেট ক্যাপ বেড়ে ১৭,৬০,৯৬৭.৬৯ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় সব শেষ….বড়সড় বিপর্যয়ের সম্মুখীন মনু ভাকের, খেলরত্ন পুরস্কারের আনন্দ বদলে গেল বিষাদে

প্রথম স্থানে রিলায়েন্সের দাপট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় প্রথম স্থানে তার আধিপত্য বজায় রেখেছে। এদিকে, মুকেশ আম্বানির কোম্পানির পরে, মার্কেট ক্যাপের দিক থেকে, TCS, HDFC ব্যাঙ্ক,ভারতী এয়ারটেল, ICICI ব্যাঙ্ক, ইনফোসিস, SBI, হিন্দুস্তান ইউনিলিভার, ITC এবং LIC রয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর