মাত্র ২৩ বছর বয়সেই উন্নতির শিখরে সৌরভ কন্যা! হু হু করে বাড়ছে বেতন, কোন সংস্থায় চাকরি করেন সানা?

বাংলা হান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যাকে শুধু বাংলা নয়, বলা যায় গোটা দেশ এক ডাকেই চেনেন। মাঠে হোক কিংবা মঞ্চে সর্বত্রই তিনি রাজ করছেন। তবে এখন মহারাজা নন বরং সকলের নজর কেড়েছেন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়  (Sana Ganguly)। বেশিরভাগ সময় দেখা যায়, তারকা সন্তানরা তাঁর বাবা কিংবা মায়ের খ্যাতির জেরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সুযোগ পান। যদিও টিকে থাকতে গেলে প্রয়োজন প্রতিভার জোর। তবে সানা গঙ্গোপাধ্যায়  এই পুরাণে বিশ্বাসী নন। বাবা-মায়ের খ্যাতিকে নয় বরং নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে আজ করেছেন নাম অর্জন। মাত্র ২৩ বছর বয়সেই গড়েছেন মজবুত কেরিয়ার। এই বয়সে তাঁর রোজগার শুনলে আকাশ থেকে পড়বেন অনেকেই।

সৌরভ কন্যা (Sourav Ganguly) সানা গঙ্গোপাধ্যায় কেরিয়ার:

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যাঁর নাম শুনলে আজও ক্রিকেট দুনিয়া কেঁপে ওঠে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাঁর ছাপ আজও স্পষ্ট। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় কন্যা তাঁর মত ২২ গজে ছাপ ফেলেননি। বরং কর্পোরেট দুনিয়ায় সুনিপুণভাবে গড়েছেন নিজের কেরিয়ার। জানা যায়, সানা একজন কনসালট্যান্ট হিসেবে প্রতিমাসে উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা। বাবার পথ অনুসরণ না করেও সকলকে বোল্ড করছেন তিনি।

Sourav Ganguly daughter Sana Ganguly's income

কোথায় কাজ করেন সৌরভ কন্যা: জানা গিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে Enactus-এ কাজ করেন সানা। এরপর ICICI-এ ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে নিযুক্ত হন। যদিও এখানে তাঁর কাজ করার সময়সীমা ছিল স্বল্প। মাত্র পাঁচ মাস ICICI-তে কাজ করার পরই তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে গবেষক হিসেবে ইন্টার্নশিপের সুযোগ পান। শুধু তাই নয়, সানা এই স্বল্প বয়সেই বহু নামী প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে সৌরভ কন্যা (Sourav Ganguly) সানা INNOVERV-এ একজন পরামর্শক হিসেবে কাজ করছেন।

আরও পড়ুনঃ ফিকে পড়বে বলিউডি বিয়েও, বৃন্দাবনে রাজকীয় আসর, রাশিয়ান প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টেলি নায়ক

বিশিষ্ট প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সানা PwC এবং Deloitte-র মত বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করেছেন। আর এখানে ইন্টার্নশিপের প্যাকেজ বছরে ২০ থেকে ৩০ লাখ টাকা। বর্তমানে যে কোম্পানির সাথে যুক্ত অনুমান করা হচ্ছে সেখান থেকেও লক্ষ লক্ষ টাকা আয় করছেন তিনি। অর্থাৎ মাত্র ২৩ বছর বয়সেই লাখপতি সৌরভ কন্যা। এই বয়সে তাঁর আয়ের অঙ্ক যে কাউকেই চমকে দিতে বাধ্য।

আরও পড়ুনঃ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য সুবর্ণ সুযোগ! বিপুল কর্মী নিয়োগ পোস্ট অফিসে, এইভাবে করুন আবেদন

প্রসঙ্গত, সানা লরেটো স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর উচ্চশিক্ষার জন্য চলে যান লন্ডনে। সেখানে নিজের মেধার জোরে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে সুযোগ পেয়ে যান। ইকোনমিক্সের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করেছেন। আর আজ নিজের মেধা এবং কর্মদক্ষতার জোরে কেরিয়ার অত্যন্ত মজবুত হয়ে উঠেছে তাঁর। ২৩ বছর বয়সেই নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত করেছেন কেরিয়ার । মেয়ের সাফল্যে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর