বাংলা হান্ট ডেস্ক: ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। বহু গ্রাহক এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপর নির্ভর করে থাকেন। বর্তমানে গোটা ভারতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গ্রাহক সংখ্যা প্রায় ৫০ কোটি। কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান। দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক থেকে কাটা হচ্ছে টাকা। তাও আবার ১, ২ টাকা নয়, অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে ২৩৬ টাকা। আর এমন হওয়ায় চিন্তার মুখে পড়েছেন গ্রাহকরা। প্রশ্ন উঠছে কেন এত টাকা কাটা হচ্ছে? সামনে এল বিরাট কারণ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) থেকে কাটা হচ্ছে টাকা:
বর্তমানে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) গ্রাহকদের কথা ভেবে বিভিন্ন রকমের সুবিধা চালু করেছে। বিশেষ করে, ডিজিটাল ব্যবস্থা চালু করেছে এসবিআই। গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইয়োনো চালু করেছে। পাশাপাশি, বিভিন্ন রকম ভাবে নিরাপত্তা ব্যবস্থাও চালু করা হয়েছে। আর এতে করে অবশ্যই খুশি এসবিআইয়ের গ্রাহকরা। কিন্তু কখনও কি দেখেছেন আপনার পাস বইয়ে লেখা থাকে ২৩৬ টাকা কেটে নেওয়া হয়েছে?
আরও পড়ুনঃ শপথগ্রহণের পরেই শুরু অ্যাকশন! WHO-র সাথে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প, অবাক করবে কারণ
কেন ব্যাঙ্ক থেকে কাটা হয় টাকা: আপনার পাস বইতে, ভালো করে লক্ষ্য করলে দেখবেন পাসবুকে লেখা রয়েছে ২৩৬ টাকা কেটে নেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই টাকা কেটে নেওয়া হল? আসলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) খোদ এই টাকা কেটে নেয়। তবে এমনি এমনি টাকা কাটে না। এর পিছনেও রয়েছে কারণ। আসলে ব্যাঙ্ক তার বার্ষিক মেনটেনেন্স, সার্ভিস ফি, ডেবিট কার্ড ইত্যাদির জন্য এই টাকা কাটে। তাই এতে উত্তেজিত কিংবা ভয় পাওয়ার কোনও কারণ নেই।
টাকা কাটার নিয়ম: টাকা কাটা নির্ভর করে অনেকটাই ডেবিট কার্ডের উপর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) নানা ধরনের ডেবিট কার্ড রয়েছে। তার মধ্যে অন্যতম হল ক্লাসিক, সিলভার, গ্লোবাল কার্ড। জানা যাচ্ছে, এই কার্ডের দ্বারাই প্রতি বছর কেটে নেওয়া হয় ২০০ টাকা করে।
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে বড় চমক ! চিন সীমান্তে মোতায়েন “প্রলয়”-এর প্রথম প্রদর্শন, সঙ্গে থাকছে…..
তবে কেন ২৩৬ টাকা করে কাটে: ২০০ টাকা ডেবিট কার্ডের জন্য কাটলেও, আর বাকিটা কেন্দ্রীয় সরকারকে জিএসটি হিসেবে দিতে হয়। আসলে কেন্দ্রীয় সরকারকে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। আর সেই জিএসটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) নিজের থেকে না দিয়ে, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। ২০০ টাকার উপর যদি ১৮ শতাংশ হারে জিএসটি কেটে নেওয়া হয়, তাহলে টাকার অঙ্ক দাঁড়ায় ৩৬ টাকা। তাহলে বুঝলেন ঠিকই কারণে ২৩৬ টাকা কেটে নেয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।