বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চুপিচুপি বিবাহ সম্পন্ন করেছেন অলিম্পিকে পদক জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি সোনিপাত জেলার লাদশৌলি গ্রামের বাসিন্দা হিমানিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর নীরজ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিষয়টি জানান।
কত টাকার যৌতুক নিলেন নীরজ (Neeraj Chopra):
এদিকে, হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। তবে, এবার এমন একটি আপডেট সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পর ফের চমকে যাবেন প্রত্যেকেই। দৈনিক ভাস্করের রিপোর্টে বলা হয়েছে, হিমানির বাবা চাঁদরাম মোর এবং মা মীনা জানিয়েছেন যে, নীরজ (Neeraj Chopra) ও হিমানির বিবাহ সম্পন্ন হয়েছে ১ টাকায়।
বিয়ের আগেই স্থির হয়েছিল সম্পর্কের জন্য ১ টাকা, “যৌতুক” হিসেবেও ১ টাকা এবং বিদায়ও হবে ১ টাকায়। এছাড়া, আর অন্য কোনও জিনিস আদান-প্রদান হয়নি। বিয়ের ড্রেস কোড ছিল হরিয়ানভি ধরণের। পুরুষরা ধুতি-কুর্তা পরেছেন এবং মহিলারা পরেন ঘাগরা। হিমাচলের উপত্যকায় হিমানিকে বিয়ে করেন নীরজ।
আরও পড়ুন: মহাকুম্ভে পৌঁছেই সবাইকে চমকে দিলেন আদানি! করে ফেললেন বিরাট ঘোষণা
কবে বিবাহ সম্পন্ন হয়: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ১৪ জানুয়ারি রিং সেরিমনির আয়োজন করা হয়। এরপর আগামী ১৫ জানুয়ারি দিনে হলদি ও রাতে মেহেন্দিসহ ডিজে নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ জানুয়ারি সন্ধ্যায় বিদায় সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারসহ মোট ৬০ জন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ধূর্ত চিনের হাত ধরে স্বপ্নপূরণ করে ফেলল “কাঙাল” পাকিস্তান! চিন্তা বাড়ল ভারতের, ব্যাপারটা কী?
কি জানিয়েছেন হিমানির মা: হিমানি মোরের মা মীনা মোর জানান যে, তাঁরা নীরজকে চিনতেন। উভয় পরিবার একে অপরকে ভালোভাবে বুঝতে পারে। ভগবানের কৃপায় দেশের গর্ব নীরজ চোপড়ার (Neeraj Chopra) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। এর পাশাপাশি হিমানির ছুটি কম থাকায় সমগ্র অনুষ্ঠানের জন্য সময়ও কম ছিল বলে জানান তিনি।