‘উনি খেলা করেন, খেলাই করছেন’! মমতাকে নিয়ে বিস্ফোরক তিলোত্তমার বাবা! আর কী বললেন?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এই রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই সেকথা জানিয়েছিলেন তিনি। এরপরের দিনই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য (Government of West Bengal)। এই আবহে এবার মুখ খুললেন নির্যাতিতার বাবা। তিনি বললেন, ‘খেলা হচ্ছে, ৯ আগস্ট থেকে শুধু খেলাই হচ্ছে’!

মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন আরজি করের (RG Kar Case) নির্যাতিতার বাবা?

আরজি কর কাণ্ডে সঞ্জয়ের সাজা ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এই রায়ে তিনি সন্তুষ্ট নন। এরপরেই আরজি কর-দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা করা হয়। বুধবার বিচারপতি জিজ্ঞেস করেন, নির্যাতিতার পরিবারকে এই মামলার বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা।

এই মামলায় তাঁরা সম্মতি দেবে কিনা এই প্রশ্ন করায় আরজি করের (RG Kar Case) নির্যাতিতার বাবা বলেন, ‘আমরা কী করব, সেটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব’। এরপরেই তিনি প্রশ্ন তোলেন, ‘এত সক্রিয়তাই বা কেন? রায়ের কপি পড়তে পারলাম না, ওরা মামলা করে দিলেন! এক মাস সময় তো ছিল’।

আরও পড়ুনঃ আবাস যোজনা নিয়ে বড় খবর! এবার ফেরাতে হবে টাকা! নির্দেশ আসতেই হইচই রাজ্যে

এখানেই না থেমে তিলোত্তমার বাবা আরও বলেন, উনি তো বলেন খেলা হবে। সবসময় খেলা করছেন। এটাও খেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় অতি সক্রিয়তা দেখিয়েছেন। এটি একটি ভোট গেম তো বটেই, দাবি করেন তিনি। নির্যাতিতার বাবার কথায়, সঞ্জয় রায়ের (Sanjay Roy) ফাঁসি না হওয়ার কারণে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটাকে কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী।

RG Kar case

এদিকে আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডে সঞ্জয়ের শাস্তি হয়েছে। তবে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের নাম সামনে আসুক। ইতিমধ্যেই শীর্ষ আদালতে তাঁদের মামলা মেনশন করা হয়েছে। আজ শুনানির আবেদন জানানো হয়েছিল। তবে তা হয়নি। আগামী বুধবার তথা ২৯ জানুয়ারি এই মামলার শুনানির কথা রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর