বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে ভারতের (India National Cricket Team) হতাশাজনক পারফরম্যান্সের পরে, BCCI তার সমস্ত খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের নির্দেশ দিয়েছিল। সেই কারণেই ভারতের একাধিক তারকা খেলোয়াড় রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে তাঁদের ঘরোয়া দলের হয়ে খেলছেন।
টিম ইন্ডিয়ার (India National Cricket Team) টেস্ট ক্যাপ্টেন ফের রঞ্জিতে:
তাঁদের মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) টেস্ট অধিনায়ক রোহিত শর্মাও। যিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বাইয়ের ম্যাচে অংশ নিয়েছিলেন। তবে, রোহিত প্রথম ইনিংসে রীতিমতো ব্যর্থ হয়েছেন। যার জেরে হতাশ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। ওই ম্যাচে রোহিত সিঙ্গেল ডিজিট স্কোর করেন। তিনি ১৯ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
Rohit Sharma goes for 3 of 19 balls. pic.twitter.com/B2yPSj0hS9
— Tanuj Singh (@ImTanujSingh) January 23, 2025
লাল বলের ক্রিকেটে রোহিত শর্মা ফের ফ্লপ: প্রসঙ্গত উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন হিটম্যান। এমনকি ভারতের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজেও তিনি নজর কাড়তে পারেননি।
আরও পড়ুন: “সোনার ছেলে” বলে কথা! বিয়েতে যৌতুক নেওয়ার পরিবর্তে এই কাণ্ড ঘটিয়েছেন নীরজ, জানলে হবে গর্ব
এমতাবস্থায়, প্রত্যেকেই আশা করেছিলেন যে অস্ট্রেলিয়া সফরে তিনি হয়তো ভালো পারফরম্যান্স প্রদর্শন করবেন। কিন্তু সেখানেও ব্যর্থ হন তিনি। অস্ট্রেলিয়ায় পার্থ টেস্টে অনুপস্থিত থাকার পর তিনি দ্বিতীয় টেস্টের জন্য দলে (India National Cricket Team) ফিরে আসেন। কিন্তু পরবর্তী ৩ টি ম্যাচে তাঁর ফ্লপ শো অব্যাহত থাকে। ৫ ইনিংসে তিনি মাত্র ৩১ রান করতে পারেন। এমতাবস্থায়, অস্ট্রেলিয়ায় শেষ টেস্টের আগে তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এবং রোহিত নিজের ফলাফলের সন্তুষ্ট না হয়ে শেষ ম্যাচ থেকে নিজেকে বাদ দিয়েছিলেন।
আরও পড়ুন: ধূর্ত চিনের হাত ধরে স্বপ্নপূরণ করে ফেলল “কাঙাল” পাকিস্তান! চিন্তা বাড়ল ভারতের, ব্যাপারটা কী?
১০ বছরের মধ্যে প্রথমবার রঞ্জি ট্রফি খেলছেন: জানিয়ে রাখি যে, রোহিত শর্মা ১০ বছরের মধ্যে এই প্রথমবার রঞ্জি ট্রফিতে অংশ নিলেন। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলার সময়ে প্রতিপক্ষ দলের ফাস্ট বোলার উমর নাজিরের শিকার হন তিনি। এদিকে, দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করার জন্য চাপে থাকবেন রোহিত। কারণ তাঁর জন্য ওপেনার আয়ুশ মাহাত্রে বাইরে বসছেন। যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে রোহিতের ব্যাট থেকে রান আসে কি না সেটাই এখন দেখার বিষয়।