বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে আগেও একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরে গিয়ে আরও একবার সেই কথাই উঠে এলো মুখ্যমন্ত্রীর মন্তব্যে। সরাসরি কেন্দ্রকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রের অবহেলার কারণেই উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন থমকে গিয়েছে। তারপরেই পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান তুলে ধরে বোঝালেন তাঁর আমলে উত্তরবঙ্গের জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
উত্তরবঙ্গের জন্য খরচের হিসাব দিলেন মমতা (Mamata Banerjee)
উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা, ‘উন্নয়নই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।’ এদিনের সফর থেকেই উত্তরবঙ্গবাসীকে মুখ্যমন্ত্রী মনে করালেন, ‘উত্তরবঙ্গের যে ৫৯ টা চা বাগান আছে সেটাও আমরাই খুলেছি। কেন্দ্র এর আগে একটাও বন্ধ চা বাগান খোলেনি’। এরপরেই মুখ্যমন্ত্রী জানান উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মোট ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার বেশি কাজ করেছে।
পশ্চিমঙ্গের জন্য ১০০ দিনের কাজ এবং আবাস প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই রাজ্যবাসীর জন্য এই দুই প্রকল্পেই নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়েছে রাজ্য। সেই প্রসঙ্গ টেনেই এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানালেন ১০০ দিনের কাজ এবং আবাসে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি দেওয়া হচ্ছে। এছাড়াও তিনি জানালেন মানুষের কর্মসংস্থানের জন্য চালু করা হয়েছে ‘কর্মশ্রী’ প্রকল্প। উত্তরবঙ্গের পর্যটনের বিকাশ থেকে শুরু করে শিক্ষার উন্নয়ন, একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ, পানীয় জলের প্রকল্পসহ নানাবিধ সরকারী উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য উদ্যোগী একসাথে! অত্যাধুনিক প্রযুক্তির উপর নির্ভর করেই বাড়বে চিংড়ির রপ্তানি
অন্যদিকে বনাঞ্চলের কিছু এলাকায় জনজাতির জমি দখল করার চেষ্টা চলছে। একথা ইতিমধ্যেই জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নজরে আসতেই কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন জনজাতির জমি যেন কেউ হাতিয়ে নিতে না পারে। স্থানীয় প্রশাসনকে এই ব্যাপারে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। তার জন্য আইন মেনে জনজাতির জমির অধিকার রক্ষা করতে হবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ‘আমার কাছে খবর এসেছে, জয়গাঁওয়ে নাকি উচ্ছেদের চেষ্টা হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানিয়ে যাচ্ছি কাউকে উচ্ছেদ করা আমাদের কাজ নয়। পুনর্বাসন দিতে হবে এটা আমাদের সরকারি নীতি।’ একই সাথে এদিন ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে ১০৮ কোটি ৭৩ লক্ষ্য ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দিয়েছেন তিনি।