বাংলাহান্ট ডেস্ক: কথা ছিল যৌতুকে বরকে দেওয়া হবে নতুন মোটরসাইকেল। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি কনের পরিবার। মোটর বাইক না পাওয়ায় বিয়ের ২৪ ঘন্টার মধ্যে নববধূকে তালাক দিল বর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরাবাঙ্কিতে।
কনে পক্ষ পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। কনের বাবা থানায় লিখিত অভিযোগ জানিয়ে বলেন,’যৌতুকের তালিকা অনুযায়ী সবকিছুই মিটিয়েছেন বরপক্ষের।শুধু বাকি ছিল মোটরসাইকেল। ‘
পরে মোটরসাইকেল কিনে দেবেন বলে পাত্রপক্ষের কাছে অনুরোধ করেছিল কনেপক্ষ। কিন্তু তাতে বরফ গলেনি পাত্রের। বিয়ের ২৪ ঘন্টার মধ্যেই তালাক দেন পাত্রীকে।