ভারতের একটি পদক্ষেপেই ধরাশায়ী হয় মলদ্বীপ! ভুল বুঝতে পেরেই “প্রায়শ্চিত্ত” মুইজ্জুর

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) এবং মলদ্বীপের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ট্র্যাকে ফিরে এসেছে। আসলে দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ভারতের গুরুত্ব সেই সময়ে উপলব্ধি করেছিলেন যখন ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছিল ওই দেশ। গত বছরের শুরুতে মলদ্বীপের কিছু মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। যার পর এই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। শুধু তাই নয়, ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। এমতাবস্থায়, ২০২৪ সালে মলদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা ৩৭.৪৭ শতাংশ কমে গিয়েছিল।

ভারতের (India) একটি পদক্ষেপেই ধরাশায়ী হয় মলদ্বীপ:

“দ্য হিন্দু বিজনেস লাইন”-এর রিপোর্ট অনুসারে, গত বছর মাত্র ১.৩০ লক্ষ ভারতীয় (India) পর্যটক মলদ্বীপে পৌঁছেছিলেন। যেখানে ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২.০৯ লক্ষ। মলদ্বীপ এমন একটি দ্বীপ দেশ যেখানকার অর্থনীতি সেখানে যাওয়া পর্যটকদের ওপর যথেষ্ট নির্ভর করে। এদিকে, ভারতীয় পর্যটকদের মুখ ফিরিয়ে নেওয়ায় মলদ্বীপকে কয়েক মাস ধরে চরম অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়। গত দেড় দশক ধরে, ভারতীয় পর্যটকরা মলদ্বীপের শীর্ষ ১০ টি পর্যটন দেশের মধ্যে রয়েছে।

Maldives received a big blow in one step of India.

এমনকি ২০২০ সালের পর কয়েক বছর ধরে, মলদ্বীপে ভারতীয় পর্যটকদের আগমনের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি ছিল। এই সংখ্যা ২০২০ সালে ১১.৩ শতাংশ থেকে ২০২১ সালে ২২.১ শতাংশে বৃদ্ধি পায়। তবে, ২০২২ সালে এই পরিসংখ্যান ১৪.৪ শতাংশে এবং ২০২৩ সালে ১১.১ শতাংশে নেমে আসে। গত বছর ভারত ছিল ষষ্ঠ স্থানে। ভারতের (India) আগে চিন, রাশিয়া, ইউকে, জার্মানি ও ইতালির মতো দেশ ছিল। ২০২১ সালে মলদ্বীপে আসা ভারতীয় পর্যটকদের সংখ্যা ২.৯১ লক্ষে পৌঁছে গিয়েছিল।

আরও পড়ুন: একী কাণ্ড! মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরে চলবে বন্দে ভারত, ব্যাপারটা কী?

এদিকে, ২০২৩ সালে ভারত (India) এবং মলদ্বীপের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। ভারতের বিরুদ্ধে স্লোগান তুলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। তিনি দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় বাহিনী ফেরত পাঠানোরও সিদ্ধান্ত নেন। যা দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটায়। পরে, গত বছরের শুরুর দিকে। মলদ্বীপের মন্ত্রীদের বাকবিতণ্ডা এই আগুনে ইন্ধন যোগায়। তবে, মুইজ্জু মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। পরে এপ্রিলে মলদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৭৭৮০। যা আগের মাসের তুলনায় ৫৫ শতাংশ কম।

আরও পড়ুন: কোটি কোটি টাকা যাবে জলে? গুরুতর চোটের সম্মুখীন KKR-এর এই তারকা প্লেয়ার, খেলবেন না IPL?

আর্থিক ধাক্কা খেয়ে চেতনা ফেরে মুইজ্জুর: এদিকে, যখন মলদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা কমতে শুরু করে, তখন মুইজ্জু ভুল বুঝতে পারেন। শুধু তাই নয়, চিনপন্থী মুইজ্জু ভারতের সাহায্য চাইলে ভারত (India) তাঁকে দ্বিতীয় সুযোগ দেয়। মুইজ্জুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখান থেকে সম্পর্ক ট্র্যাকে ফিরে আসতে শুরু করে। মুইজ্জু ভারত সফরও করেছেন। এদিকে, ভারত মলদ্বীপকে তার মিত্র হিসেবে বিবেচিত করেছে এবং পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছে। আর সেই কারণেই ফের সম্পর্কের উন্নতি ঘটছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর