বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ সরকার সাম্প্রতিক সময়ে বদলি করেন বেশকিছু আইপিএস অফিসারকে। তাদের মধ্যেই অন্যতম আজমগড়ের ডিআইজি বৈভব কৃষ্ণ। এই সফল (Success Story) আইপিএস অফিসারকে বদলি করে মহাকুম্ভ মেলার ডিআইজি পদে বসানো হয়। অন্যদিকে, আজমগড়ের ডিআইজি পদে বসানো হয়েছে ২০১০ ব্যাচের আইপিএস সুনীল সিংকে।
বৈভব কৃষ্ণের সাফল্যের কাহিনী (Success Story)
নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের তরফে অবিলম্বে অফিসারদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপত জেলার বাসিন্দা বৈভব কৃষ্ণ। ইউপি ক্যাডারের ২০১০ ব্যাচের আইপিএস অফিসার বৈভব আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক উত্তীর্ণ হন।
আরোও পড়ুন : আজকের রাশিফল ২৪ জানুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
২০০৯ সালে প্রথমবারের জন্য UPSC (Union Public Service Commission) পরীক্ষায় বসেই লাভ করেন সফলতা (Success Story)। সারা দেশে ইউপিএসসিতে ৮৬ তম স্থান অর্জন করে আইপিএস অফিসার হিসাবে যোগদান করেন বৈভব কৃষ্ণ। মহাকুম্ভের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে বৈভব কৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন।
আরোও পড়ুন : কনফার্ম খবর! আগামী সপ্তাহেই বড় উপহার রেলের, কপাল খুলবে যাত্রীদের
দীর্ঘ সময় ধরে IPS থাকা বৈভব কৃষ্ণর অভিজ্ঞতা বেশ উল্লেখ্যযোগ্য ভূমিকা নেবে মহাকুম্ভে। শনিবার মহাকুম্ভ মেলা এলাকা পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে যান রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) প্রশান্ত কুমার। মেলা কমপ্লেক্সের ভিআইপি ঘাট, সঙ্গম এলাকা, পুলিশ লাইনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে তিনি পুলিশ কর্মীদের যথাযথ নির্দেশিকাও দেন।
ডিজিপি প্রশান্ত কুমার জানান, মহাকুম্ভ (Maha Kumbh) মেলায় কোটি কোটি ভক্ত ও সাধুদের উপস্থিতি হতে চলেছে। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কর্মীদের সদা সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেন। প্রশান্ত কুমারের কথায়, মহাকুম্ভ মেলায় নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।