বৃষ্টির হাত ধরেই হবে শীতের কামব্যাক! হাওয়া বদলের বিরাট আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি মাস দেখতে দেখতে প্রায় শেষের পথে। ইতিমধ্যেই ফিকে হয়েছে শীতের আমেজ। সরস্বতী পুজার আগে এখন থেকেই  রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে কলকাতায়। গায়ে গরম জামাকাপড় রাখা যাচ্ছে না আর। আবার কবে শীতের দেখা মিলবে? সেই অপেক্ষাতেই আছেন শীতপ্রেমীরা। এরই মধ্যে ঝড়-বৃষ্টির আগাম পূর্বাভাস (Weather Update) জারি করল আহবাওয়া দপ্তর।

আবহাওয়ার আগাম আপডেট (Weather Update)

বুধবার রাতে রাজধানী দিল্লির বেশ কয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ফলে বৃ্ষ্টির হাত ধরে খানিকটা শীত ফিরেছে দিল্লিতে। তাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী মনে করা হচ্ছে এবার বৃষ্টির হাত ধরেই কামব্যাক করতে পারে শীত। একইসাথে আগাম বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরপ্রদেশ,হরিয়ানা,পাঞ্জাব এবং রাজস্থানে।

অন্যদিকে প্রতিবেশী রাজ্য বিহারেও একাধিক এলাকায় জারি রয়েছে কুয়াশার দাপট। সেই সাথে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও। জানা যাচ্ছে  উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকায় আপাতত কয়েকদিন চলবে বৃষ্টি। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টির আগমন ঘটতে চলেছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশ জুড়ে বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির আগাম পূর্বাভাস (Weather Update) জারি করেছে হাওয়া অফিস। উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে হিমালয়ের কয়েকটি অংশ, পশ্চিমবঙ্গ এবং সিকিমে।

আরও পড়ুন: কাঁপছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কপালে এ বার আর শীত নেই! আজ বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার খবর

সরস্বতী পুজোর আগে এখন দক্ষিণবঙ্গে গায়েব শীতের আমেজ। চলতি সপ্তাহে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে জানা যাচ্ছে, আগামী ২৬ জানুয়ারি রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় আবার পারা পতনের সম্ভাবনা প্রবল। সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার সাথেই জারি করা হয়েছে ঘন কুয়াশা সতর্কতা। আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান।

South Bengal Weather

উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী থাকবে। তবে ২৬ জানুয়ারির পর থেকে পাহাড়ের জেলাগুলিতেও তাপমাত্রা আবার কমতে শুরু করবে।  ঘন কুয়াশার জন্য দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি,কোচবিহার, উত্তর দিনাজপুরে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তবে আগামী সপ্তাহে মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সাথেই তুষারপাত হওয়ার পূর্বাভাস মিলেছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর