বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে সরকারি কর্মী ও সরকারের মধ্যে টানাপড়েন অব্যাহত। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও রাজ্য সরকারের মধ্যে এই নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও ১৮ মাসের মহার্ঘ ভাতা (DA) বকেয়া রয়েছে। এই আবহে সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এসবের মাঝেই সামনে আসছে বড় খবর!
ডিএ (Dearness Allowance) ক্যালকুলেটর বদলাতে পারে সরকার?
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। জল্পনা কল্পনা চলছে, আগামী মার্চ মাসে হয়তো ফের এক দফায় মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র। এর মধ্যেই আবার রয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। তার আগে এবার ক্যাবিনেট সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
রিপোর্ট বলছে, কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এসবি যাদব সম্প্রতি ক্যাবিনেট সচিবকে একটি চিঠি দিয়েছেন। সেখানে ডিএ/ডিআর গণনার জন্য ক্যালকুলেটর বদল করার আর্জি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মহার্ঘ ভাতার (Dearness Allowance) হার নির্ধারণের জন্য গড়ে ১২ মাসের গড় ৩ মাসের সঙ্গে প্রতিস্থাপন করা উচিত। এমনটা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রত্যেক ৩ মাস অন্তর মূল্যবৃদ্ধির জন্য টাকা পাবেন। সেই সঙ্গেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ভিন্ন কনজিউমার প্রাইস ইনডেক্সের দাবি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ২ রাত আগেও তিলোত্তমার সঙ্গে ঘটে ‘এই’ ঘটনা! বেঞ্চে শুয়েছিলেন কে? ফাঁস চাঞ্চল্যকর তথ্য
জানা যাচ্ছে, গত ১৭ জানুয়ারি ক্যাবিনেট সচিবকে এই চিঠি দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রত্যেক বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মে থেকে জুলাই, আগস্ট থেকে অক্টোবর ও নভেম্বর থেকে জানুয়ারি, এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতার হার সংশোধন করা হয়। এসবি যাদবের কথায়, যদি জানুয়ারি মাসে দাম বাড়ে, তাহলে ১২ মাস পরে আংশিক অর্থ প্রদান করা হয়। তাই ডিএ গণনা এবং পরিশোধ প্রত্যেক ৬ মাসের বদলে ৩ মাস অন্তর করার দাবি জানানো হয়েছে।
সেই সঙ্গেই পয়েন্ট টু পয়েন্ট মহার্ঘ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। বর্তমানে নূন্যতম মূল্যে গোল করা হয় ডিএ (Dearness Allowance)। যেমন, কোনও কর্মী যদি ৪২.৯০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য হন, তাহলে তিনি শুধুমাত্র ৪২% ডিএ-র জন্য অনুমোদিত। অর্থাৎ সেখানে ০.৯০ শতাংশ মহার্ঘ ভাতা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। সেই কারণে এবার ব্যাঙ্ক এবং এলআইসির কর্মীদের মতো কেন্দ্রীয় সরকারি কর্মীদের পয়েন্ট টু পয়েন্ট ডিএ প্রদানের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এই সকল দাবিকে মান্যতা দেয় কিনা সেটাই দেখার।