আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের! সিন্ধু জল চুক্তি নিয়ে বাজিমাত ভারতের

বাংলাহান্ট ডেস্ক : সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের বড় জয়। আন্তর্জাতিক মঞ্চে অনেকটাই কোণঠাসা হল পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের তরফে জম্মু ও কাশ্মীরের সিন্ধু নদীর উপর কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে তোলা হয় আপত্তি। যদিও বিশ্ব ব্যাঙ্ক নিযুক্ত নিরপেক্ষ বিশেষজ্ঞ পাকিস্তানের দাবিকে নস্যাৎ করে দিয়ে সমর্থন জানিয়েছে ভারতকেই।

বড়সড় ধাক্কা খেল পাকিস্তান (Pakistan)

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের (India) কাছে ফের একবার নাস্তানাবুদ হতে হল পাকিস্তানকে। কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি তুলে পাকিস্তান (Pakistan) দাবি করে সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করেছে এই জল প্রকল্প।

Pakistan Present Condition in world

ভারতের তরফে যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। ১৯৬০ সালে হওয়া সিন্ধু জলবণ্টনচুক্তির  গ্যারেন্টার করা হয়েছিল বিশ্ব ব্যাংককে। সেই চুক্তিতে বলা হয়েছিল, যদি কোনো বিষয় নিয়ে দুপক্ষের মতের অমিল হয় বা সমস্যা দেখা দেয়, তাহলে সমাধানের জন্য তা পাঠানো হবে নিরপেক্ষ বিশেষজ্ঞ বা কোর্ট অফ আরবিট্রেশনে।

আরোও পড়ুন : ২ রাত আগেও তিলোত্তমার সঙ্গে ঘটে ‘এই’ ঘটনা! বেঞ্চে শুয়েছিলেন কে? ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চুক্তি নিয়ম মেনে পাকিস্তান সরকারের তরফে ২০১৬ সালে এই বিষয়ে নিষ্পত্তির জন্য বিশ্ব ব্যাংকের (World Bank) কাছে নিরপেক্ষ বিশেষজ্ঞের দাবি জানানো হয়। সেই সময়ে ভারত চেয়েছিল নিরপেক্ষ বিশেষজ্ঞের কাছে সমস্যার নিষ্পত্তি। পাকিস্তান যদিও পরবর্তীকালে নিজেদের দাবি প্রত্যাহার করে নিরপেক্ষ বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হতে চায়।

আরোও পড়ুন : স্বয়ং মুখ্যমন্ত্রী প্রস্তাব দিলে? এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন এই জনপ্রিয় নায়িকা?

নিরপেক্ষ বিশেষজ্ঞ সোমবার রায় দিয়ে জানায়, এই মামলার পর্যবেক্ষণ করবে তারাই। সেই পর্যবেক্ষণের পর রায় ঘোষণা করা হবে তাদের তরফে। বিশেষজ্ঞ বলছেন, এই মামলায় ভারত কূটনৈতিক জয় লাভ করেছে সেটা পরিষ্কার। এবার আগামীদিনে নিরপেক্ষ বিশেষজ্ঞ কী রায় দেবে সেই দিকেই নজর দুই দেশের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর