বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকা প্লেয়ারের বিচ্ছেদের খবর উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার সেই তালিকাতেই রীতিমতো যুক্ত হতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিয়ের ২০ বছর পর স্ত্রী আরতি আহলাওয়াতের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন শেহবাগ।
বিচ্ছেদের পথে শেহবাগ (Virender Sehwag)?
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৪ সালে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। এদিকে, সম্প্রতি শেহবাগ (Virender Sehwag) এবং আরতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। ঠিক এই আবহেই তাঁদের সম্পর্কে ফাটলের খবর সামনে এসেছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে যে, তাঁরা দু’জনে বেশ কয়েক মাস ধরে আলাদাভাবে রয়েছেন এবং তাঁদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনা রয়েছে।
কেরিয়ারে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) দু’জন সন্তান রয়েছে। তারা হল আর্যবীর শেহবাগ এবং বেদান্ত শেহবাগ। আর্যবীরের জন্ম ২০০৭ সালে। এদিকে, ২০১০ সালে বেদান্ত জন্মগ্রহণ করে। এমতাবস্থায়, তাদের বয়স খুব একটা বেশি নয়। যদিও, বর্তমানে তাদের বাবা-মায়ের বিচ্ছেদের খবর সামনে এসেছে।
এদিকে, আমরা যদি বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) ইনস্টাগ্রাম হ্যান্ডেলের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, বীরেন্দ্র শেহবাগের তাঁর পরিবারের সাথে পোস্ট করা শেষ ছবি ২০২৪ সালের দীপাবলিতে ছিল। শেহবাগ ছাড়াও ওই ছবিতে তাঁর ছেলে ও মাকে দেখা গেলেও স্ত্রী আরতি আহলাওয়াতকে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে বোঝা যাচ্ছে দীর্ঘদিনের এই জুটি এখন ভাঙার পথে রয়েছে।
আরও পড়ুন: ভারতের একটি পদক্ষেপেই ধরাশায়ী হয় মলদ্বীপ! ভুল বুঝতে পেরেই “প্রায়শ্চিত্ত” মুইজ্জুর
তবে, শেহবাগ (Virender Sehwag) এই বিষয়ে নীরবতা পালন করেছেন। এদিকে, আরতি ও শেহবাগের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন জোরদার হয়েছে আরও একটি কারণে। দুই সপ্তাহ আগে, বীরেন্দ্র শেহবাগ পালাক্কাদের বিশ্ব নাগায়ক্ষী মন্দিরে গিয়েছিলেন। যার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে, সেখানে আরতিকে কোথাও দেখা যায়নি। এদিকে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে শেহবাগ বা আরতি আহলাওয়াতের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।
আরও পড়ুন: একী কাণ্ড! মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরে চলবে বন্দে ভারত, ব্যাপারটা কী?
আরতি আহলাওয়াত কে: প্রসঙ্গত উল্লেখ্য যে, নয়াদিল্লির বাসিন্দা আরতি ১৯৮০ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। আরতি লেডি আরউইন মাধ্যমিক বিদ্যালয় এবং ভারতীয় বিদ্যা ভবন থেকে শিক্ষা গ্রহণ করেন এবং তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রেয়ী কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেন। শেহবাগ এবং তাঁর প্রেমের গল্প ২০০০ সাল থেকে এগোতে থাকে। তারপরে ২০০৪ সালে, তাঁরা দুজনেই প্রাক্তন অর্থমন্ত্রী তথা দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) চেয়ারম্যান অরুণ জেটলির বাড়িতে বিয়ে করেন।